Advertisement
Advertisement

Breaking News

চোট সারিয়ে মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন সাইনা

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এই প্রথম ট্রফি ঘরে তুলে উচ্ছ্বসিত বিশ্বের ১০ নম্বর তারকা৷

Saina Nehwal won Malaysia Masters Grand Prix Gold trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 22, 2017 4:05 pm
  • Updated:July 13, 2018 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে কোর্টে ফেরার পর থেকে সেই চেনা ছন্দে দেখা যাচ্ছিল না তাঁকে৷ বেশ কয়েকটা টুর্নামেন্টে ট্রফি হাতছাড়া করেই ফিরতে হয়েছে৷ নিন্দুকদের তীব্র বাক্যবাণে বিদ্ধ হতে হয়েছে একাধিকবার৷ কিন্তু হাল ছাড়েননি তিনি৷ নিজের উপর আত্মবিশ্বাসটা বজায় রেখেছিলেন৷ আর সেই জোরেই ফের সব সমালোচনার জবাব দিতে সফল হলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল৷ তাইল্যান্ডের শাটলারকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্স গ্র্যাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়ন হয়ে গেলেন সাইনা৷

(জানেন, কার খেলা দেখতে সব কাজ ছাড়তে রাজি সৌরভ?)

রবিবার হার্ড কোর্টে মহিলা সিঙ্গলসের ফাইনালে তাইল্যান্ডের প্রতিপক্ষ পর্নপাওয়ি চচুয়ংকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাইনা৷ ৪৬ মিনিটের লড়াইয়ে ২২-২০, ২২-২০ ব্যবধানে ম্যাচ জিতে নেন হায়দরাবাদি শাটলার৷ এদিনই প্রথমবার ১৮ বছরের ইয়ং চচুয়ংয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ শুরুতে খানিকটা পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি অভিজ্ঞ সাইনা৷

Advertisement

(নোট বাতিল ইস্যুতে ফের সরব বীরু)

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এই প্রথম ট্রফি ঘরে তুলে উচ্ছ্বসিত বিশ্বের ১০ নম্বর তারকা৷ জয়ের জন্য কোচদের ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ এই নিয়ে মোট ২৩টি ট্রফি ঝুলিতে ভরে ফেললেন৷ রিও অলিম্পিকে পি ভি সিন্ধুর রুপো জয় এবং তাঁর ধারাবাহিক সাফল্য অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছিল সাইনাকে৷ যদিও সাইনা বারবার জানিয়েছিলেন, হাঁটুতে অস্ত্রোপচারের পর যে তিনি মাঠে নামতে পেরেছেন, এটাই তাঁর কাছে বড় ব্যাপার৷ এবার মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিলেন, এখনও ফুরিয়ে যাননি সাইনা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ