Advertisement
Advertisement

ফ্ল্যাশিং মেডো থেকে বিদায় সানিয়াদের

টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের কাছে মঙ্গলবার স্ট্রেট সেটে উড়ে যায় স্ট্রাইকোভা-মির্জা জুটি৷

Sania Mirza-Barbora Strycova Crash Out of US Open
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 7:57 pm
  • Updated:July 13, 2018 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউএস ওপেনে ভারতীয়দের লড়াই শেষ৷ মহিলা ডাবলসের শেষ আটে হারলেন সানিয়া মির্জা ও তাঁর পার্টনার বার্বোরা স্ট্রাইকোভা৷ টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের কাছে মঙ্গলবার স্ট্রেট সেটে উড়ে যায় স্ট্রাইকোভা-মির্জা জুটি৷ প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করলেও দ্বিতীয় সেটে মুখ থুবড়ে পড়েন ইন্দো-চেক জুটি৷ ক্যারোলিন ও ক্রিস্টিনার পক্ষে ম্যাচের ফল ৬-৭ (৩), ১-৬৷

এদিকে, ইউএস ওপেনের সেমিফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ৷ অথচ এখনও পর্যন্ত দু’টো পুরো ম্যাচ খেলেছেন৷ কোনওটাতে ওয়াকওভার, আবার কখনও প্রতিপক্ষ চোট পেয়ে ম্যাচ ছেড়ে দিয়েছেন৷ মঙ্গলবার শেষ আটের ম্যাচেও ঠিক তাই হয়৷ সঙ্গা যেমন তৃতীয় সেটে নামতেই পারলেন না৷ অবশ্য তখন জকোভিচ এগিয়েই ছিলেন৷ দ্বিতীয় সেটে ৫-২ পিছিয়ে থাকার সময়ই চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান ফরাসি খেলোয়াড়৷ তারপর টেপ বেঁধে কোর্টে নামলেও বেশিক্ষণ থাকতে পারলেন না৷

Advertisement

জকোভিচ নিজেও বলছেন, “এতদিন গ্র্যান্ড স্লামে খেলছি৷ এরকম ঘটনা কোনওদিন ঘটেনি৷ একটা ম্যাচে ওয়াকওভার৷ কয়েকটা ম্যাচ পুরো খেলতেও হল না৷” সেমিফাইনালে আরও এক ফরাসি তারকার সামনে জকোভিচ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement