সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা আলি খানের সঙ্গে শুভমান গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। মাসখানেক আগে এক রেস্তরাঁর দুই তারকাকে দেখে জোর গুঞ্জন শুরু হয়। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন শুভমানের উদ্দেশে গ্যালারি থেকে ভক্তদের ‘সারা আলি খান জপ’ নেটদুনিয়াতেও ভাইরালও হয়। তবে এবার সম্ভবত প্রেমভঙ্গ হয়েছে।
যদিও সম্পর্ক নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টা এড়িয়েও যাননি ক্রিকেট তারকা। একাধিকবার সারা-শুভমানকে একসঙ্গে দেখাও গিয়েছে। সেই থেকেই নবাবকন্যার সঙ্গে বাইশগজ তারকার প্রেমের খবর রটে যায়।
এসবের মাঝেই শোনা যায়, শচীন তেণ্ডুলকর-কন্যা সারা তেণ্ডুলকরের প্রেমে মজেছেন শুভমান। সেই কারণেই কি বিচ্ছেদ আরেক সারার সঙ্গে? সেই উত্তর অধরা থাকলেও সমাজ মাধ্যমে মিলল বড়সড় ইঙ্গিত। ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করলেন সারা আলি খান ও শুভমান গিল।
সূত্রের খবর, সারা-শুভমানের বিচ্ছেদ হয়েছে। আগে একে-অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেও এখন দু’জনেই আনফলো করে দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.