BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘গিলকে ছেড়ে দেওয়া সবথেকে বড় ভুল কেকেআরের’, বলছেন প্রাক্তন কিউয়ি তারকা

Published by: Krishanu Mazumder |    Posted: May 29, 2023 8:16 pm|    Updated: May 29, 2023 8:17 pm

Scott Styris said that KKR made a blunder by releasing Shubman Gill । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল (Shubman Gill) ফাইনাল খেলছেন। তাঁর চওড়া ব্যাট ইতিমধ্যেই ম্যাজিক দেখিয়েছে আইপিএলে। তিন-তিনটি সেঞ্চুরি করেছেন গিল। আর তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবার প্লে অফের ছাড়পত্রই পায়নি।

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস (Scott Styris) জানিয়েছেন, গিলকে ছেড়ে দেওয়া সব থেকে বড় ভুল। প্রাক্তন কিউয়ি তারকার ধারণা, ভবিষ্যতে এই গিলই দেশীয় ক্রিকেটের ভবিষ্যৎ হবেন। 

[আরও পড়ুন:  সবুজ-মেরুনে কার্যত নিশ্চিত বিশ্বকাপার জেসন কামিংস, মোহনবাগান সমর্থকদের নিয়ে কী বলছেন অজি সুপারস্টার?]

 

জিও সিনেমায় স্টাইরিস বলেছেন, ”আমি এখনও বিশ্বাস করি কেকেআর থেকে গিলকে ছেড়ে দেওয়া একটা ফ্র্যাঞ্চাইজির সব থেকে বড় ভুল। এরকমই একটা ভুল করে বসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লোকেশ রাহুলকে ছেড়ে দিয়ে। তবে বয়সের একটা অ্যাডভান্টেজ রয়েছে। গিল তরুণ প্লেয়ার। ওর খেলায় অনেক উন্নতি করেছে।”

স্টাইরিস আরও একধাপ এগিয়ে বলছেন, ”শুধু গুজরাট টাইটান্সেরই তারকা নয় গিল। পরের বিশ্বকাপের পর ভারতের মেরুদণ্ড হবে শুভমান।” 

[আরও পড়ুন: ‘আশা করি দর্শকরা আনন্দ পাবে’, টস জিতে বললেন ধোনি, জমকালো সমাপ্তি অনুষ্ঠানে শুরু ফাইনাল]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে