Advertisement
Advertisement

Breaking News

pro-Pakistan slogan

মধ্যপ্রদেশে পাকিস্তানের সমর্থনে স্লোগান, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার ১৫

ভারত-পাক ম্যাচের পরই বিজয়োল্লাসে পাকিস্তানের নামে স্লোগান দেয় সমর্থকরা।

Sedition charge slapped on 15 people for raising pro-Pakistan slogan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2017 11:44 am
  • Updated:March 30, 2019 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে ভারত-পাক রেষারেষি শেষ হয়ে গিয়েছে গত রবিবার। ট্রফি নিয়ে লন্ডন থেকে দেশে ফিরে গিয়েছেন সরফরাজ আহমেদরা। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচের রেশ এখনও থেকে গিয়েছে। দুই দেশ এখনও সরগরম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ফলাফল নিয়ে। ভারতের হারে গোটা দেশ তোলপাড়, তখন ভারতে বসে পাকিস্তানকে সমর্থন করার দায়ে গ্রেপ্তার করা হল ১৫ জন ভারতীয়কে।

ঘটনা মধ্যপ্রদেশের বুরহাপুর জেলার মোহদ গ্রামের। পুলিশ জানিয়েছেন, ওই গ্রামের অধিকাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ভুক্ত। সেখানেই পাকিস্তানের জয়ের পর রবিবার রাতে উল্লাসে মেতে ওঠে ১৫ জন ব্যক্তি। অভিযোগ পাকিস্তানের নামে স্লোগান দেয় তারা। আতসবাজিও জ্বালানো হয়। এক কথায়, রবিবার রাতে বুরহাপুর থেকে ২৫ কিলোমিটার দূরে জন্ম নিয়েছিল এক টুকরো পাকিস্তান। এমন কাণ্ডে বিরক্ত হয়ে পুলিশে খবর দেন হিন্দু গ্রামবাসীরা। শাহপুর থানার পুলিশ এসে সোমবার ১৫ জনকেই গ্রেপ্তার করে। সকলেরই বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। দেশদ্রোহিতার অভিযোগে কড়া শাস্তির মুখেও পড়তে পারে মোহদ গ্রামের ওই ১৫ জন বাসিন্দা।

Advertisement

[OMG! পাকিস্তানের কাছে বিরাটদের হারের প্রার্থনা করেছিলেন ভারতীয় সমর্থকরা!]

থানার তদন্তকারী আধিকারিক রামশ্রে যাদব জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ১২৪ এ (দেশদ্রোহিতা) নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলা আধিকারিককে গোটা ঘটনার কথা লিখিতভাবে জানানো হয়েছে। সরকার থেকে তারা যা যা সাহায্য পায়, তা যত দ্রুত সম্ভব বন্ধ করে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

Advertisement

কাশ্মীরে এমন ছবি আখছার দেখা যায়। পাকিস্তানের পতাকা নিয়ে ভারতে থেকে কাশ্মীরের স্বাধীনতার দাবি তোলে বিচ্ছিন্নবাদীরা। কিন্তু মধ্যপ্রদেশের এমন ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে সে রাজ্যের প্রশাসনের কপালে।

[‘বাবা কে?’ পাক সমর্থকের প্রশ্নে ক্ষিপ্ত মহম্মদ শামি কী করলেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ