BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

অবিশ্বাস্য ‘স্ল্যাপ শটে’ গিলের ছক্কা, স্তম্ভিত রোহিত

Published by: Krishanu Mazumder |    Posted: May 27, 2023 10:47 am|    Updated: May 27, 2023 11:51 am

Shubman Gill smashed a tennis forehand । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিলের (Shubman Gill) বিধ্বংসী সেঞ্চুরি নিয়ে চর্চা এখনও চলছে। এখনও অনেকে ঘোরের মধ্যে রয়েছেন। ৬০ বলে ১২৯ রানের ইনিংসে তিনি মারেন ১০টি ছক্কা। আগের ম্যাচে বল হাতে সফল হয়েছিলেন আকাশ মাধোয়াল। সেই আকাশকে একই ওভারে তিনটি ছক্কা মারেন শুভমান গিল। কিন্তু ক্যামেরন গিলকে মারা ছক্কা নিয়ে জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গিলের মারা ছক্কা দেখে বিস্মিত মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai ) অধিনায়ক রোহিত শর্মাও।

গ্রিন শর্ট পিচ বল করেছিলেন গিলকে। টেনিসে যেমন করে ফোরহ্যান্ড শট মারা হয়, ঠিক সেভাবেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট মারেন গিল। বল আছড়ে পড়ে গ্যালারিতে। গিলের মারা শটটাকে বলা হচ্ছে ‘স্ল্যাপ শট’। গুজরাট টাইটান্সের ইনিংসের ১৭ তম ওভার তখন। ওই শট দেখে একপ্রকার স্তম্ভিত হয়ে যান ইয়ান বিশপ ও সুনীল গাভাসকর। লিটল মাস্টার বলেন, ”ইটস আ প্যারালাল সিক্স। প্রায় টেনিসের শট খেলেছে।” প্রাক্তন ক্যারিবিয়ান বোলার ইয়ান বিশপ বলেছেন, ”ওহ গ্লোরিয়াস, মাই গুডনেস।”

[আরও পড়ুন: বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু মোহনবাগানের]

 

২০২৩ সালের আইপিএলে গিল তিনটি সেঞ্চুরি করেন। তাঁর নামের পাশে লেখা ৮৫১ রান। কমলা টুপির দৌড়ে রয়েছেন গিল। এখও ফাইনাল ম্যাচ বাকি। বিধংসী ফর্মে থাকা গিলকে কীভাবে থামান মহেন্দ্র সিং ধোনি, সেটাই এখন দেখার। 

 

[আরও পড়ুন: গিলের মহাকাব্যিক ইনিংসে স্বপ্নভঙ্গ রোহিতের, ফের আইপিএল ফাইনালে গুজরাট]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে