Advertisement
Advertisement

নির্বাসনের বিরুদ্ধে রাশিয়ার আবেদন খারিজ ক্রীড়া আদালতের

এদিন একটি বিজ্ঞপ্তিতে সিএএস জানায়, রাশিয়ান ওলিম্পিক কমিটি অ্যাথলিটদের নির্বাসন তুলে নেওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে৷

Sports Court Rejects Russian Appeal Against Athletics Ban
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 6:32 pm
  • Updated:July 21, 2016 6:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ান অ্যাথলিটদের উপর থেকে নির্বাসন তোলা হচ্ছে না৷ বৃহস্পতিবার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সাফ জানিয়ে দিল, ডোপ কেলেঙ্কারিতে জড়িত অ্যাথলিটরা আসন্ন রিও ওলিম্পিকে অংশ নিতে পারবেন না৷

এদিন একটি বিজ্ঞপ্তিতে সিএএস জানায়, রাশিয়ান ওলিম্পিক কমিটি অ্যাথলিটদের নির্বাসন তুলে নেওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, রাশিয়াকে সব ধরনের খেলা থেকেই সাসপেন্ড করা হবে কি না, তা আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থার (আইওসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিএএস৷ উল্লেখ্য, ডোপ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোয় ৬৮ জন রাশিয়ান অ্যাথলিটের নাম ছেঁটে ফেলেছিল আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থা (আইওসি)৷ নির্বাসিত অ্যাথলিটদের দাবি ছিল, তাঁরা ডোপ কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়৷ তাই তাঁদের রিওর ছাড়পত্র দেওয়া উচিত৷ নির্বাসিত অ্যাথলিটদের পাশে দাঁড়িয়ে তাঁদের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল রাশিয়ান ওলিম্পিক কমিটি৷ এদিন তারই রায় ঘোষণা করল আদালত৷ সিএএস-এর রায়ে বেশ বিপাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

Advertisement

এদিকে গত সোমবার আরও একটি রিপোর্ট প্রকাশ্যে আনে বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা৷ সেই রিপোর্টের ভিত্তিতে দু’জন রাশিয়ান ভারোত্তলক ডোপ পরীক্ষায় ফেল করে নির্বাসিত হয়েছেন৷ এর পাশাপাশি ২০১৪ সোচি উইন্টার ওলিম্পিক ও তার আগের কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাশিয়ান অ্যাথলিটদেরও ফের ডোপ পরীক্ষা করে দেখা হবে৷ ফলে গোটা রাশিয়াকেই ওলিম্পিক থেকে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement