সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্নের মুখে স্পিনার সুনীল নারিনের বোলিং অ্যাকশন। আইপিএল শুরুর মুখে চিন্তা বাড়ল কেকেআর শিবিরে। শহরভিত্তিক এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে ক্যারিবিয়ান স্পিনারের খেলা নিয়ে অনিশ্চয়তা। সূত্রের খবর, সুনীল নারিনকে ফের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে।
[পাপুয়াকে হারিয়ে ইতিহাস নেপালের জাতীয় ক্রিকেট দলের, জানেন কেন?]
আইপিএলে প্রথম মরসুমে কেকেআরের হয়ে নজর কেড়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। তাঁর স্পিনে নাস্তানাবুদ হয়েছিলেন বিপক্ষের ব্যাটসম্যান। কিন্তু, সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যাম্পায়াররা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বোলিং অ্যাকশন শুধরে ফের মাঠে ফিরেছেন সুনীল। চলতি মরসুমের আইপিএলেও তাঁকে দলে রেখেছে কেকেআর। কিন্তু, তিনি কী কলকাতার হয়ে খেলতে পারবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে যে ফের প্রশ্ন উঠেছে!
[কোহলিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ, নেটিজেনদের রোষে ক্রিকেটার পল হ্যারিস]
সমস্যা সূত্রপাত হয় পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচে। পাকিস্তান সুপার লিগে লাহোর কলন্দর্সের হয়ে খেলছেন সুনীল নারিন। বৃহস্পতিবার শারজায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয়েছিল সুনীল নারিনের দল। ম্যাচে যথারীতি বোলিংও করেন তিনি। নারিনের স্পিনে বোকা বনে যান ব্যাটসম্যান। কিন্তু, তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ রেফারি। শোনা যাচ্ছে, ফের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে সুনীল নারিন। পরীক্ষা যদি তিনি পাস করে যান, তাহলে ভাল। না হলে, এবার আইপিএল নাইটদের জার্সিতে খেলতে দেখা যাবে এই ক্যারিবিয়ান স্পিনারকে।
[ফিল্ডার অন্যমনস্ক, খেলা চলাকালীন বল ছুড়ে ‘শিক্ষা’ দিলেন বোলার]
তবে সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য প্রথমবার শাস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। ২০১৬-তে নভেম্বরে শ্রীলঙ্কায় অান্তর্জাতিক ম্যাচে ফের নারিনে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। বায়োমেকানিক্যাল টেস্টে বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ে। তবে আইপিএলের ঠিক আগে নিজের বোলিং অ্যাকশন শুধরে নেন সুনীল নারিন। নয়া বোলিং অ্যাকশনে অবশ্য আইপিএল নজর কাড়তে পারেননি তিনি। আইসিসি জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট না আসা পর্যন্ত সুনীল নারিনের খেলা চালিয়ে যেতে সমস্যা নেই। তবে রিপোর্ট ত্রুটি ধরা পড়লে, আইপিএলে খেলা অনিশ্চিত।
[হকিংয়ের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি না মশকরা? নেইমারের কাণ্ড দেখে হতবাক ভক্তরা]