Advertisement
Advertisement

Breaking News

ফের বাইশ গজে শচীন, ওয়ার্নরা

একনজরে দেখে নিন অজি তারকার পোস্ট করা সেই নামের তালিকা৷

Tendulkar Warne’s Cricket All Stars series next year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 8:21 pm
  • Updated:March 5, 2022 12:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সংস্করণেই সাড়া জাগিয়েছিল ক্রিকেট অল স্টারস৷ অবসরের পর শচীন তেণ্ডুলকর, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তিরা ফের ব্যাট হাতে বাইশ গজে নেমেছিলেন৷ তাও আবার সুদূর মার্কিন মুলুকে৷ যেখানে ক্রিকেট অধিকাংশের কাছেই অপরিচিত৷ ক্রিকেটের সেই স্বর্ণযুগ ফিরতে চলেছে৷ শুক্রবার ক্রিকেটপ্রেমীদের টুইট করে শেন ওয়ার্ন জানান, আগামী বছর ফের দেখা যাবে ক্রিকেটের মহাতারকাদের৷

আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতেই সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজনে উদ্যোগী হয়েছিলেন ওয়ার্ন এবং মাস্টার ব্লাস্টার৷ অনেক কাঠ-খড় পুড়িয়ে আইসিসি-র থেকে অনুমতিও পাওয়া গিয়েছিল৷ আমেরিকার বেসবল মাঠেই শচীন, শেহবাগদের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক৷ শচীনস ব্লাস্টার্স এবং ওয়ার্নস ওয়ারিয়র্সের মধ্যে হয়েছিল লড়াই৷

Advertisement

প্রাক্তন অজি স্পিনার ওয়ার্ন জানান, এবারও মার্কিন মুলুকেই ম্যাচের আসর বসবে৷ গ্লেন ম্যাকগ্রা, ম্যাথিউ হেডেন, কুমার সঙ্গকারা-সহ গতবারের বেশিরভাগ তারকাকে এবারও দেখা যাবে৷ তবে এবার আরও কয়েকজন বিশ্ব কাঁপানো নাম জুড়ছে এই টুর্নামেন্টের সঙ্গে৷ যাঁরা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের কোনও না কোনও ফরম্যাটকে বিদায় জানিয়েছেন৷ নতুন নামের তালিকায় রয়েছেন কেভিন পিটারসেন, শহীদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাকালামের মতো ক্রিকেটাররা৷ যেসব ক্রিকেটার ইতিমধ্যেই আগামী বছর ক্রিকেট অল স্টারসে খেলার কথা নিশ্চিত করেছেন, তাঁদের তালিকাও প্রকাশ করেছেন ওয়ার্ন৷ একনজরে দেখে নিন অজি তারকার পোস্ট করা সেই নামের তালিকা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ