Advertisement
Advertisement

প্রথমবার মা হলেন সেরেনা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন কোচ।

Tennis star Serena Williams blessed with baby girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2017 9:13 am
  • Updated:September 2, 2017 9:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিস কোর্টে হাজারো রেকর্ড করেছেন। কিন্তু প্রথমবার মা হওয়ার অনুভূতি এক্কেবারে অন্যরকম। সেই অনুভূতি শব্দে ব্যক্ত করা কঠিন। আর ঠিক এমনই অনুভূতি বর্তমানে সেরেনা উইলিয়ামসের। শুক্রবার তাঁর কোচ প্যাট্রিক মোরাটোগ্লো টুইট করে সেরেনার মা হওয়ার খবর জানান ভক্তদের। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মার্কিন টেনিস তারকাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দ্রুত কোর্টে ফেরার কামনাও করেন কোচ।

[শহরে যুব বিশ্বকাপ, প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন ক্রীড়ামন্ত্রীর]

কন্যা সন্তানের জন্মের খবর পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। সদ্যোজাতর জন্য সেরেনা ও তাঁর হবু স্বামী অলেক্সিস ওহানিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন স্বদেশি তারকা স্লোয়ানি স্টিফেন্স। সেরেনা কন্যাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। বিশ্বের তিন নম্বর মুরুগুজা আবার মজা করে বলছেন, “মেয়ে হয়েছে? আশা করি সে টেনিস খেলবে না!” যদিও সেরেনা ও অলেক্সিস এখনও কন্যা সন্তানের কথা নিজেরা কিছু জানাননি। তবে জানা গিয়েছে, মা ও সন্তান দুজনই সুস্থ।

Advertisement

[শচীনের ১০ নম্বর জার্সি পরায় নেটদুনিয়ায় রোষের মুখে শার্দুল]

২০১৫ সালে অলেক্সিসের সঙ্গে বাগদান পর্ব সারার কথা জানিয়েছিলেন ভক্তদের। তারপরই এপ্রিলে মা হতে চলার সুখবর দেন। আর বিয়ে? জানিয়েছিলেন, চলতি বছর শেষের দিকেই বিয়ে সেরে ফেলার ইচ্ছে সেরেনার। অস্ট্রেলিয়া ওপেনের কোর্টে নামার আগেই তিনি গর্ভবতী ছিলেন। কিন্তু কোনওভাবেই সেই গ্র্যান্ড স্লাম মিস করতে চাননি তিনি। তাই অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও সব মনোযোগ ছিল খেতাব জয়ের দিকেই। বাকিটা তো ইতিহাস। ওপেন এরায় সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন হয়ে গিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। তবে এ বছর আর কোর্টে নামবেন না। পরের বছর ফের অস্ট্রেলিয়া ওপেন দিয়েই মরশুম শুরু করতে চান বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। অন্তঃসত্ত্বা থাকাকালীনই ম্যাগাজিনের প্রচ্ছদে সেরেনার নগ্ন ছবি সাড়া ফেলে দিয়েছিল। এবার মা সেরেনাও যে কোর্ট কাঁপাবেন, তেমনটাই আশা টেনিসপ্রেমীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ