Advertisement
Advertisement

Breaking News

প্যারালিম্পিয়ানদের পারফরম্যান্স চমকে দিল গোটা বিশ্বকে

দক্ষতাতে যে তাঁদেরও লজ্জায় ফেলে দিলেন প্যারালিম্পিয়ানরা!

These Paralympians ran faster than Rio Olympics Gold Winner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 8:55 pm
  • Updated:September 13, 2016 8:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হাজার দর্শক তাঁদের জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন৷ কানে এল ঘোষকের গলা৷ রিওর ট্র্যাকে বিশ্বরেকর্ড করেছেন তাঁরা৷ কিন্তু এসব দৃশ্য দেখার সৌভাগ্য হল না তাঁদের৷ কারণ তাঁরা কেউই চোখে দেখতে পান না৷ তাঁরা প্যারালিম্পিয়ান৷

কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে সমাজের চোখে আঙুলে দিয়ে তাঁরা দেখিয়ে দিলেন ইচ্ছে থাকলে অসম্ভব বলে কিছু হয় না৷ আর তাই তো প্রতিবন্ধকতা কখনওই তাঁদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি৷ ওলিম্পিয়ানদের মতো হয়তো এত জনপ্রিয়তা তাঁদের নেই৷ কিন্তু দক্ষতাতে যে তাঁদেরও লজ্জায় ফেলে দিলেন প্যারালিম্পিয়ানরা! চলতি প্যারালিম্পিকে শুধু পদকই জিতলেন না, নয়া ইতিহাসও তৈরি করলেন৷ তাঁদের কীর্তির কথা জানলে আপনিও সম্মানে মাথা নত করতে বাধ্য হবেন৷

Advertisement

ঠিক এক মাস আগে এই ট্র্যাকেই ১৫০০ মিটার টি ১২/১৩ ইভেন্টে দৌড়ে ওলিম্পিকে সোনা জিতেছিলেন মার্কিন স্প্রিন্টার ম্যাথু সেন্ট্রোউইতজ জুনিয়র৷ সময় নিয়েছিলেন ৩ মিনিট ৫০ সেকেন্ড৷ একমাস পর সেই ট্র্যাকেই তাঁকে পিছনে ফেলে দিলেন আলজেরিয়ার অ্যাথলিট আবদেয়াতিফ বাকা৷ ১৫০০ মিটার দৌড়তে তিনি সময় নিলেন তিন মিনিট ৪৮.২৯ সেকেন্ড৷ অর্থাৎ ম্যাথুর থেকে প্রায় ২ সেকেন্ড কম৷ তিনি একাই নন৷ ম্যাথুকে হার মানিয়েছেন প্যারালিম্পিকে রুপো ও ব্রোঞ্জজয়ী দুই অ্যাথলিটও৷ ইথিওপিয়ার তামিরু ডেমিসে ও কেনিয়ার হেনরি কিরওয়া সময় নিয়েছেন যথাক্রমে ৩ মিনিট ৪৮.৪৯ সেকেন্ড ও ৩ মিনিট ৪৯.৫৯ সেকেন্ড৷ হিসেব বলছে, এক মাস আগে ওলিম্পিকের মূল মঞ্চে এই তিন অ্যাথলিট নামলে, সোনা তো দুরস্ত, ম্যাথুর কপালে ব্রোঞ্জও জুটত না৷

Advertisement

ব্লেডরানার অস্কার পিস্টোরিয়াস ২০১২ লন্ডন ওলিম্পিকে অংশ নেওয়ার সাহস দেখিয়েছিলেন৷ এবার যদি বাকা, তামিরুরাও সেই পথেই হাঁটেন, তবে টোকিও ওলিম্পিক যে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে, সে কথা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ