Advertisement
Advertisement

ঘরের ছেলে সুব্রতর হাতে ‘মোহনবাগান রত্ন’-র চিঠি তুলে দিলেন ক্লাবকর্তারা

দেখে নিন ভিডিও।

Veteran footballer Subrata Bhattacharya nominated for Mohun Bagan Ratna award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2017 3:36 pm
  • Updated:July 25, 2017 4:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পড়েই মোহনবাগান দিবস। ২৯ জুলাই দিনটি যে বাগান সমর্থক থেকে শুরু করে কর্মকর্তাদের কাছে একটি স্মরণীয় দিন সেটা বলা বাহুল্য। আর এবার মোহনবাগান রত্ন হচ্ছেন ‘ঘরের ছেলে’ সুব্রত ভট্টাচার্য। আর মঙ্গলবার সেই চিঠিই ময়দানে সবার প্রিয় বাবলুদার হাতে তুলে দিলেন মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বোস এবং অর্থ সচিব দেবাশিস দত্ত। এদিন পুরোপুরি ঘরোয়া আড্ডায় সুব্রত ভট্টাচার্যের হাতে আমন্ত্রণপত্র তুলে দিলেন তাঁরা।

[গল টেস্টের আগে শাস্ত্রীর সঙ্গে তাঁর কেমিস্ট্রির কথা জানালেন বিরাট]

বাগানের ‘ঘরের ছেলে’ বলতে চারজন- শৈলেন মান্না, চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়কেই বোঝে ময়দান। তাঁদের মধ্যে শৈলেন মান্না ও চুনী গোস্বামীকে ইতিমধ্যে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। বাকি ছিলেন সুব্রত ও সত্যজিৎ। এবার সেই সম্মান পেতে চলেছেন সুব্রত। এদিন দুই মোহন কর্তার হাত থেকে চিঠি নেওয়ার পর তাঁদের সঙ্গে ইয়ার্কিও মারতে দেখা যায় বাবলুদাকে। তাঁর হাতে চিঠিটি তুলে দেওয়ার পর সুব্রত বলেন, সেই তো একই লেখা। এরপরই মোহন অর্থ সচিব বলেন, না না তুমি পড়ে দেখ, ভাল লেখা আছে। এভাবেই চলতে থাকে ঠাট্টা-ইয়ার্কি। তার মধ্যে থেকেই সুব্রত ভট্টাচার্যের হাতে চিঠি তুলে দেওয়া হয়।

Advertisement

20447101_1426521987433066_1384791169_o

Advertisement

[‘মিতালির আউট দেখে মনে হল ফাইনাল ম্যাচে গড়াপেটা হয়েছে’]

ওই সময় উপস্থিত একজন জিজ্ঞেস করেন আপনারা কী এই প্রথম এলেন? তাতে বাগান অর্থসচিব জানান, না আমরা এর আগেও এসেছি কিন্তু বাবলুদা মোহনবাগান রত্ন পাওয়ার পর এই প্রথম। আগামী ২৯ জুলাই অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে পর্বতারোহী শেখ সাহাবুদ্দিন, ক্রিকেটার ঝুলন গোস্বামী, অ্যাথলিট লিলি দাসকে।

দেখুন ভিডিও:

ছবি: অচিন্ত্য রায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ