Advertisement
Advertisement

Breaking News

ইডেনের পিচে পুরনো ছকেই ভরসা বিরাটের

কানপুরের থেকে চরিত্রে আলাদা বলে ইডেনে পাঁচ বোলার নিয়ে মাঠে নামার অঙ্ক ছকেছেন কোহলি৷

Virat declares to play with five bowlers in Eden Gradens
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 10:08 am
  • Updated:September 27, 2016 10:08 am

অভিজ্ঞান সাহা: ফের পাঁচ বোলারের চেনা ছকে ফিরে আসবে ভারতীয় দল? এই শহরে বসে তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি৷

কানপুরে খেলতে নামার আগে পাঁচ বোলারের কথা ওঠার আগে তিনি নিজেই বলেছিলেন, চার বোলারে যেতে পারে দল৷ বাঁধাধরা ছক ভেঙে ফেলতে চান বিরাট৷ নয়তো অন্য দলের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে৷ সেটা যেন না হয়, তার জন্য প্রয়োজন অনুযায়ী দলকে নাড়াচাড়া করতে চান৷ তাই হল৷ চার বোলারে গেলেন কোহলি৷ কিন্তু আবার ইডেনে ফের পুরনো ছকে ফিরতে চাইছেন৷

Advertisement

কেন? তার ব্যাখ্যাও দিয়ে রাখলেন৷ ইডেনের পিচ অজানা নয়৷ বহু ম্যাচ খেলেছেন৷ তাঁর ধারণা, ইডেনের উইকেট আর যাই হোক, গ্রিন পার্কের মতো হবে না৷ ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবে৷ এখানে বল পড়ে ছুটতে চাইছিল না৷ লো বাউন্স, স্লো টার্ন৷ ইডেন পুরো উল্টো৷ তাই এখনই ভাবনায় পাঁচ বোলার চলে এসেছে৷

Advertisement

কানপুরের থেকে চরিত্রে আলাদা বলে ইডেনে পাঁচ বোলার নিয়ে মাঠে নামার অঙ্ক ছকেছেন কোহলি৷

তেমন হলে বাইরে যাবেন কে?

এর উত্তর দেননি কোহলি৷ বরং এখানে বোলারদের পাশাপাশি তিনি ব্যাটসম্যানদেরও প্রশংসা করলেন৷ ব্যাটসম্যানরাও রান পেয়েছেন (কোহলি বাদ দিয়ে)৷ বোলাররা নিজের কাজ করেছেন৷ তবে বাইরে যাবেন কে? এটা নিয়ে দারুণ কথা শোনা গেল৷ দলের বাইরে যেতে কেউ চান না৷ কোহলি যখন একজন ক্রিকেটার হয়ে দলের সঙ্গে ঘুরতেন, জানতেন বাইরে থাকার যন্ত্রণা কী৷ বাইরে কাউকে পাঠানোর আগে তাঁকে ডেকে আলাদা করে কথা বলেন৷ কেন বাইরে রাখা হচ্ছে, বুঝিয়ে দেন৷ এই দলে কেউ নিজের পারফরম্যান্সের জন্য খেলে না৷ সবাই দলের কথা ভেবে সব মেনে নেয়৷ তাই দেশে বা বিদেশে এমন সাফল্য৷ কোহলি এই কাজটা করে চলেছেন৷ পাঁচ বোলারে যেতে হলে একজন ব্যাটসম্যানকে বাইরে রাখতেই হবে৷ সেটা কী ফের রোহিত? প্রথম ইনিংসে খেলা দেখে কপিলও বলে ফেলেছিলেন, রোহিতকে নিয়ে আলাদা করে ভাবতে হবে৷ তা হলে দ্বিতীয় ইনিংসের রান আলোচনায় আসবে না? না-ও আসতে পারে৷ তবে পাঁচ বোলার হলে তা স্পিনার না কি পেসার হবে, খোলাসা করেননি কোহলি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ