সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ৯ আর শ্রীলঙ্কা কিছুই ‘নয়’। এভাবেই বিরাট কোহলিরা শেষ করলেন তাঁদের শ্রীলঙ্কা সফর। ঘরের মাটিতে জয়ের মুখই দেখা হল না মালিঙ্গা-ম্যাথিউজদের। টেস্ট, ওয়ানডে এমনকী একমাত্র টি-টোয়েন্টিতেও দল ধরাশায়ী হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ও ক্ষুব্ধ শ্রীলঙ্কান সমর্থকরা। শুধু তো হারই নয়, একাধিক রেকর্ড ভেঙে নয়া নজির গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আর বুধবার তো রেকর্ডের বন্যা বইয়ে দিলেন বিরাট কোহলি।
ব্যাট হাতে বাইশ গজে তিনি নামছেন মানেই কিছু না কিছু নয়া রেকর্ড তৈরি হবে। এভাবেই যেন ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছেন বিরাটভক্তরা। তাঁরা যে খুব একটা ভুল ভাবেন না, তা ফের প্রমাণিত বুধ সন্ধের টি-টোয়েন্টিতে। ৫৪ বলে ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে দলকে জেতালেন। আর তাতেই একটা-দুটো নয়, সাত-সাতটা পুরনো রেকর্ড ভাঙলেন ভারত নেতা। এক নজরে দেখে নেওয়া যাক কলম্বোয় কী কী নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি।
[শ্রীলঙ্কার হোটেলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের]
১. আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান টপকে গেলেন তিনি। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০-এর বেশি গড় রেখে এই বিরাট রানের মাইলস্টোন ছুঁলেন ক্যাপ্টেন কোহলি।
২. দেশের জার্সি গায়ে কুড়ি-বিশের ক্রিকেটে সর্বোচ্চ ১৭টি অর্ধ শতরানের একমাত্র মালিক এখন বিরাট। আর কোনও তারকার রেকর্ড নেই।
৩. বিশ্বের ৩৩ তম ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রানের গণ্ডি পেরলেন কোহলি। তবে সবচেয়ে কম ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁলেন তিনি। ৩৩৩টি ইনিংসে পেরলেন ১৫ হাজার রান। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা ৩৩৬ টি ইনিংস খেলে এই কীর্তি করেছিলেন।
৪. আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে রান করতে নেমে সর্বোচ্চ রান প্রাপকের তালিকার শীর্ষেও রয়েছে ভারত অধিনায়কের নাম। ১০০৭ রান লেখা তাঁর নামের পাশে। এক রান কম করে বিরাটের পরই রয়েছেন কিউয়ি ব্যাটসম্যান ব্রেনডন ম্যাকালাম।
[টি-টোয়েন্টিতেও বিরাটদের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা]
৫. বুধবারই ৫০ তম টি-টোয়েন্টি খেললেন বিরাট। আর সেদিন তাঁর মুকুটে যোগ হয় আরও একটি পালক। দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। ১৮৩০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ভারত নেতার সামনে এখন শুধু ব্রেন্ডন ম্যাকালাম (২১৪০) এবং তিলকরত্নে দিলশন (১৮৮৯)।
৬. টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের ১৮০৬ রানও টপকে গেলেন বিরাট।
৭. নেতা হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে তৃতীয় সর্বোচ্চ রানও বিরাটের। এর আগে অজি নেতা স্টিভ স্মিথ (৯০) এবং ক্যারিবিয়ান অধিনায়ক ক্রিস গেইল (৮৮) রান করেন।