Advertisement
Advertisement

Breaking News

IPL IPL 2023 Virat Kohli Sanjay Bangar

কোহলির চোট কেমন? আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার দিলেন বড় আপডেট

কী বললেন বাঙ্গার?

Virat Kohli had a bit of a niggle in his knee during GT match, said RCB coach Sanjay Bangar । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 22, 2023 2:35 pm
  • Updated:May 22, 2023 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় আরসিবি-গুজরাট টাইটান্স (RCB vs GT) ম্যাচে বিজয় শঙ্করের ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান বিরাট কোহলি (Virat Kohli)। ফিজিও এসে কোহলির চোট পরীক্ষা করেন। চোটগ্রস্থ বিরাট মাঠ ছাড়েন। আর মাঠে নামেননি তিনি। ডাগ আউটে বসে থাকতে দেখা যায় তাঁকে। ডাগ আউটে বসেই দলের হার দেখেন কোহলি। শুভমন গিলের তাণ্ডবে গুজরাট ম্যাচ জেতার ফলে ব্যাঙ্গালোর আইপিএল থেকেই ছিটকে গেল।

কিন্তু কোহলির চোট কেমন? তাঁর হাঁটু কি ভোগাবে? সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কোহলিকে কি সেই মহাগুরুত্বপূর্ণ ফাইনালে খেলতে দেখা যাবে? কোহলির চোট নিয়ে বড় আপডেট দিয়েছেন আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)।
বাঙ্গার জানিয়ছেন, কোহলির চোট গুরুতর নয়। তিনি জোর দিয়ে বলেন, আরে ম্যাচেও সেঞ্চুরি করে কোহলি সারাক্ষণ মাঠে ছিলেন। গুজরাটের বিরুদ্ধে ম্যাচেও ১৫-তম ওভার পর্যন্ত তিনি মাঠেই ছিলেন। ফলে এই ধরনের তীব্র ম্যাচে শরীর মাঝেমাঝে বিদ্রোহ করে বসে। তবে কোহলির চোট সেরকম গুরুতর নয়। খুব বেশি চিন্তার কারণ নেই চোট নিয়ে। বাঙ্গার বলেন, ”ওর হাঁটুতে চোট লেগেছে। তবে আমার মনে হয় খুব একটা গুরুতর নয় সেই চোট। চার দিনের ব্যবধানে পর পর দুটো সেঞ্চুরি করেছে। বিরাট এমন একজন খেলোয়াড় যে শুধু ব্যাট হাতে অবদান রাখতে চায় না। ফিল্ডিং করেও দলকে কিছু দিতে চায়। প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। আগের দিন গোটা ৪০ ওভার মাঠে ছিল। এদিন ৩৫ ওভার পর্যন্ত নিজের সেরাটাই দিয়েছে বিরাট। ফলে চোট পেলে একটা সময় তা নিয়ে ভাবতেই হয়। তবে আমার মনে হয় চোট গুরুতর নয়।” 

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় দলের সঙ্গে গাঁটছড়া অ্যাডিডাসের, রোহিতদের নয়া কিট স্পনসর করবে বিখ্যাত সংস্থা]

 

সানরাইজার্স হায়দরবাদ-আরসিবি ম্যাচে সেঞ্চুরি পয়েছিলেন দুই দলের দুই ব্যাটার। হায়দরাবাদের ক্লাসেন শতরান করেছিলেন। রান তাড়া করতে নেমে কোহলি সেঞ্চুরি হাঁকান। রবিবার প্রথমে কোহলি শতরান করার পরে শুভমন গিল সেঞ্চুরি করে গুজরাটকে জেতান। প্লে অফে আগেই পৌঁছে গিয়েছিল গুজরাট। প্লে অফের দরজা খুলতে হলে আরসিবি-কে ম্যাচ জিততেই হত। কিন্তু গিলের চওড়া ব্যাট কোহলির স্বপ্ন ভেঙে দেয়।  

Advertisement

[আরও পড়ুন: উপবাসে চাহিদা নিরামিষ খাবারের, কেন্দ্রের নির্দেশে ট্রেনের মেনুতে বন্ধ হচ্ছে পিঁয়াজ-রসুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ