BREAKING NEWS

১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ওয়াকার সবুজ পিচে মেজাজি কোহলি, দেখুন ভিডিও

Published by: Subhamay Mandal |    Posted: December 13, 2018 12:52 pm|    Updated: December 13, 2018 12:52 pm

Virat Kohli practice before Perth Test

দেবাশিস সেন, পারথ: প্রথম বিবাহবার্ষিকীর চব্বিশ ঘণ্টা পরেই আবার মারমুখী মেজাজে ক্যাপ্টেন কোহলি। বুধবারের পারথ। ওয়াকায় চলছে ভারতীয় দলের অনুশীলন। সবুজ ঘাসে মোড়া পিচ। এতটাই সবুজ যে আউটফিল্ডের রংয়ের সঙ্গে যেন মিশে গিয়েছে। অ্যাডিলেডে অজি পতনের পর সতর্কবার্তা পাঠিয়েছিলেন পন্টিং-ল্যাঙ্গাররা। জানিয়েছিলেন পারথের বাউন্সি উইকেটে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। টেস্ট শুরুর আটচল্লিশ ঘণ্টা আগেও কথা রাখলেন অজিরা। ওয়াকার পিচে যা মহড়া দেখা গেল তাতে সন্দেহ নেই কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি অস্ট্রেলিয়া।

কিন্তু ভারতেরও তো আছেন একজন কোহলি। যাঁর ব্যাট চললে কোনও মিশনই অসম্ভব নয়। মিশন পারথের দু’দিন আগেও ওয়াকার পিচে সেই বিধ্বংসী বিরাটকেই দেখা গেল। ওয়াকার ঘাসের পিচে এ দিন ভারতীয় দল ম্যাচ সিচুয়েশন অনুশীলন করল। ভারতের অনুশীলেন প্রথমে ব্যাট হাতে নামতে দেখা গেল কোহলিকে। মুখ গম্ভীর। চোখেমুখে দৃঢ়প্রতিজ্ঞ ভাব। যেন সংকল্প করেছেন, পিচ যাই হোক না কেন তিনি রানে ফিরতে তৈরি। একটার পর একটা ডেলিভারি। জবাবটা আসছে মিডল দ্য ব্যাটে। আগুনে বিরাটকে দেখে ভারতীয় কোচ রবি শাস্ত্রীও নিছক ক্রিকেট ভক্তের মতো বলে ওঠেন, ‘ওয়েল প্লেড।’ বোলিং কোচ ভরত অরুণও হাততালি দিয়ে বিরাট বন্দনায় ব্যস্ত।

[কোহলি পছন্দসই কোচ পেলে হরমনপ্রিত কেন নয়? বিস্ফোরক ডায়না]

অ্যাডিলেডে ক্যাপ্টেন বিরাটকে দেখা গিয়েছিল। যাঁর নিঁখুত প্ল্যানিংয়ের সৌজন্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় এসে প্রথম টেস্ট জেতে ভারত। কিন্তু ব্যাটসম্যান বিরাট? না তাঁকে পাওয়া যায়নি। পারথের আগে বিরাট ব্যাটিংয়ের ছোট্ট যা ট্রেলার দেখা গেল তাতে আর এক সেঞ্চুরি দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ব্যাটিং শেষে বিরাটের মেজাজও পালটে যায়। তখন তাঁকে দেখে কে বলবে এই ব্যাটসম্যান এতক্ষণ ধরে ওয়াকার ঘাসের পিচে আগুন জ্বালিয়েছিলেন। বিরাট তখন হাল্কা মেজাজে। ঠাট্টা করছেন ঋষভ পন্থের সঙ্গে। মাঠও ছাড়লেন হাসিমুখে।

কোহলি যেখানে স্বস্তি দিচ্ছেন ভারতকে। আবার ভারতীয় শিবিরে টেনশনের চোরাস্রোতের নাম রোহিত শর্মা। প্রথম টেস্টে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন হিটম্যান। এ দিনও যিনি ভারতের প্র্যাকটিসে আসেননি। পিঠের চোটের কাবু রোহিত মাঠে আসতে পারলেন না। শোনা যাচ্ছে বৃহস্পতিবারের অনুশীলনের পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্র্যাকটিসে ছিলেন না ভারতের তিন পেসার শামি, বুমরাহ ও ইশান্ত। সাম্প্রতিক কালে প্রায় প্রতিটা বিদেশি সিরিজেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়েছেন পেসাররা। তাই ভারতীয় বোলিং কোচ ভরত অরুণের দাবি কোনও রেসের ঘোড়ার মতো যত্ন করে রাখতে হবে পেসারদের। বাঁচাতে হবে চোটের থেকে। “অ্যাডিলেড বলে শুধু নয়। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডেও খুব ভাল পারফর্ম করেছে পেসাররা। আমার তো মনে হয় ভারতের ইতিহাসে এটা অন্যতম সেরা পেসারদের গ্রুপ,” বলছেন ভরত। এখানেই থামেননি তিনি। “রেসের ঘোড়াদের যেমন যত্ন দেওয়া হয়, পেসারদেরও সে রকম রাখা উচিত। মনে রাখতে হবে পেসাররা কোনও দলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।” অ্যাডিলেডে পেসারদের সাফল্যের রহস্য কী? অরুণের মতে ধারাবাহিকতা। “গত কয়েক সফরে মাঝে মাঝে ধারাবাহিকতার অভাবে ভুগত দু’একজন। কিন্তু এখানে সেটা হচ্ছে না।”

[পেসারদের জন্য বিমানের বিজনেস ক্লাস সিট ছাড়লেন বিরুষ্কা!]

এদিকে, বিপন্ন অস্ট্রেলিয়াকে তাতাতে এ দিন আবার হাজির ছিলেন জিওফ মার্শ। দলের তিন ব্যাটসম্যান মার্কাস হ্যারিস, পিটার হ্যান্ডসকম্ব ও উসমান খোয়াজার সঙ্গে বসে পড়েন তিনি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে