BREAKING NEWS

০৮ জ্যৈষ্ঠ  ১৪২৯  সোমবার ২৩ মে ২০২২ 

READ IN APP

Advertisement

Advertisement

অনুষ্কাকে ‘লেডি লাক’ বলে মানেন? কী বললেন বিরাট?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 13, 2017 12:52 pm|    Updated: August 9, 2021 1:08 pm

Virat Kohli reveals how he shared his happy moments with Anushka Sharma

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্কা শর্মাই তাঁর গার্লফ্রেন্ড৷ তাঁর জীবনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী৷ অনুপ্রেরণাও৷ এসব কথা ইতিমধ্যেই নির্দ্বিধায় মেনে নিয়েছেন বিরাট কোহলি৷ তাই বান্ধবীর হাত ধরে ক্যামেরার সামনে আসতে অথবা নির্জনে তাঁর সঙ্গে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দ্বিধা করেন না ভারত অধিনায়ক৷ কিন্তু অনুষ্কাকে নিয়ে ক্যামেরার সামনে বিরাটকে এত খোলামেলাভাবে কথা বলতে এর আগে কি কখনও শুনেছেন ভক্তরা? হয়তো না৷

[হ্যাকারদের কবলে সিএবি-র ওয়েবসাইট, জানেন ক্লিক করলে কী দেখাচ্ছে?]

ক্রিকেটে ‘লেডি লাক’-এর বিষয়টি বারবারই ঘুরে-ফিরে উঠে আসে৷ বিয়ের পর রোহিত শর্মার ফর্মে ফেরা নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তেমনই ২০১৫ বিশ্বকাপে বিরাটের খারাপ ফর্মের জন্য দায়ী করা হয়েছিল অনুষ্কার উপস্থিতিকেই৷ সেসময় বিরাট-অনুষ্কার প্রেমকাহিনি নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়৷ তবে নানা সমালোচনা সত্যেও বিরাট কিন্তু অনুষ্কাকে ‘লাকি’ বলেই মনে করেন৷ সম্প্রতি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সে কথাই জানালেন একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান৷ মন খুলে বললেন, তিনিও লেডি লাকে বিশ্বাসী৷ জানালেন, কীভাবে অনুষ্কাকে জীবনের সেরা খবরটি দেওয়ার সময় চোখে জল এসে গিয়েছিল তাঁর৷ ক্যাপ্টেন কোহলি বলেন, “সেই সময় মোহালিতে ছিলাম৷ অনুষ্কাও ওখানেই ছিল৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলছিল৷ তখনই খবর আসে আমাকে সীমিত ওভারের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে৷ চোখের সামনে নিজের ক্রিকেট জীবনের ফ্ল্যাশব্যাকটা ফুটে উঠেছিল৷ সঙ্গে সঙ্গে ফোন করে সুখবরটা অনুষ্কা জানাই৷ চোখে জল এসে গিয়েছিল৷ আসলে ভাবতে পারিনি এমন একটা দিন জীবনে আসবে৷ মেলবোর্নে যখন আচমকা টেস্টে নেতৃত্বের ভার আমার কাঁধে তুলে দেওয়া হয়েছিল, তখনও অনুষ্কা সেখানে ছিল৷ এই ভাল মুহূর্তগুলো ওর সঙ্গে ভাগ করে নিতে পেরেছি৷ সে সব কথা মনে পড়লে দারুণ লাগে৷”

[আইএসএল-এ আত্মপ্রকাশ করল নতুন দু’টি দল]

একজন নিজের শুটিং আর সিনেমা নিয়ে ব্যস্ত৷ আর অন্যজনের ঠাসা ক্রীড়াসূচি৷ তা সত্ত্বেও পরস্পরের জন্য সময় বের করে নেন বিরুষ্কা৷ আর তাই হাজার বিতর্ক ও দূরত্বও তাঁদের সম্পর্কে চিড় ধরাতে পারেনি৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে