Advertisement
Advertisement

Breaking News

বল বিকৃতির অভিযোগের কথায় হেসেই ফেললেন বিরাট

ভারত অধিনায়কের মতে, ম্যাচ থেকে তাঁদের ফোকাস নষ্ট করে দেওয়াই উদ্দেশ্য ব্রিটিশ মিডিয়ার৷

Virat Kohli said, he laughed off ball tampering allegations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 4:16 pm
  • Updated:November 25, 2016 4:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল বিকৃত করেছেন বিরাট কোহলি৷ ব্রিটিশ ট্যাবলয়েডের আনা এমন অভিযোগ আগেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে৷ এবার নিজের বিরুদ্ধে এই অভিযোগের কথা শুনে হাসি আর চেপে রাখতে পারলেন না ক্যাপ্টেন কোহলি৷ মোহালিতে তৃতীয় টেস্ট শুরুর আগে শুক্রবার বল-বিকৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নকে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন তিনি৷

পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামছে বিরাটবাহিনী৷ ভারত অধিনায়কের মতে, ম্যাচ থেকে তাঁদের ফোকাস নষ্ট করে দেওয়াই উদ্দেশ্য ব্রিটিশ মিডিয়ার৷ আর সেই কারণেই এমন খবর ছড়ানো হয়েছে৷ বিরাটের সাফ উক্তি, “সত্যি কথা বলতে সিরিজ থেকে ফোকাস সরাতেই এমনটা করা হয়েছে বলে আমার ধারণা৷ অস্ট্রেলিয়াতে যখন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতেছিল, তখনও এই ঘটনাই ঘটেছিল৷ রাজকোটে সেটাই হল৷ আর সবচেয়ে বেশি অবাক হলাম এটা দেখে যে, ভাইজ্যাগে দ্বিতীয় টেস্ট জয়ের আগে কিন্তু কেউ কোনও অভিযোগ তোলেনি৷”

Advertisement

উল্লেখ্য, রাজকোটে প্রথম টেস্টে বিরাটের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছিল এক ব্রিটিশ ট্যাবলয়েড৷ তাদের দাবি, ভিডিওতে দেখা গিয়েছে কোহলি তাঁর মুখ থেকে রসাল মিষ্টি জাতীয় খাবারের অংশ হাতে নিয়ে তা দিয়ে বল পালিশ করছেন, যাতে বল আরও মসৃণ হয়ে যায়৷ যদিও ম্যাচ রেফারি বা আম্পায়ার এ বিষয়ে কোনও অভিযোগ তোলেননি৷ তবে এই ঘটনায় বিরাটের শাস্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে৷ কারণ নিয়ম অনুযায়ী আইসিসি-র সিইও ঘটনার পাঁচদিনের মধ্যে অভিযোগ জমা দিতে পারেন৷ সিইও ছাড়া বাকিরা অভিযোগ তুললেল অভিযোগ জানাতে হয় দু’দিনের মধ্যে৷ কিন্তু এ ক্ষেত্রে সময়সীমা পেরিয়ে গিয়েছিল৷ আর ট্যাবলয়েডের খবরের উপর আইসিসি-র সিদ্ধান্ত নির্ভর করবে না বলে মনে করেন বর্তমান ভারতীয় ক্রিকেট আইকন৷ বলেন, “খবর পড়ে আইসিসি কোনও সিদ্ধান্ত নেয় না বলেই জানি৷ অভিযোগ আর গুজব নিয়ে তাই কিছু ভাবছি না৷ পাঁচদিন পর খবরটা শুনে হেসেই ফেলেছিলাম৷ আমি সত্যিই যদি কিছু করে থাকতাম, তাহলে আইসিসি নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলত৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ