Advertisement
Advertisement

টি২০-র বর্ষসেরা ক্রিকেটার হলেন কোহলি

সোমবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল৷ জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল ১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য দিলীপ বেঙ্কসরকরকে৷ সেরা ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা৷

Virat Kohli wins T20 Player of the Year award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 7:54 pm
  • Updated:July 11, 2018 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপটা হাতছাড়া হয়ে ছিল৷ আবার আইপিএল-এর ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হয়নি৷ চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলতে না পারলেও সেরা ক্রিকেটারের খেতাবটা কিন্তু পাচ্ছেন বিরাট কোহলিই৷ কুড়ি-বিশের ক্রিকেটে তাঁর বর্তমান ফর্ম নিয়ে ক্রিকেটমহলে রীতিমতো গবেষণা চলছে৷ কী খেয়ে তিনি বাইশ গজে নামেন৷ কে জানে! সুইং থেকে স্পিন, কোনও কিছুকেই রেয়াত করে না কোহলির ব্যাট৷ টি২০ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন৷ আইপিএল-এর ৯৭৩ রানের রেকর্ড গড়ে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছেন৷ তারই স্বীকৃতি মিলল৷ সিয়াট টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন দিল্লির ব্যাটসম্যান৷

f7d07dee20204a64c34af29a45837150b03e5d84-tc-img-preview
সোমবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল৷ জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল ১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য দিলীপ বেঙ্কসরকরকে৷ সেরা ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা৷ প্রাক্তন ক্রিকেটার বলবিন্দর সিংয়ের হাত থেকে আন্তজার্তিক বর্ষসেরা বোলারের পুরস্কার নিলেন আর অশ্বিন৷ পুরস্কার হাতে ভারতীয় স্পিনার বলেন, “ক্রিকেটারদের জন্য আইপিএল একটি অত্যন্ত ভাল প্ল্যাটফর্ম৷ ১৭ বছর বয়সে আমি স্পিন বোলিং শুরু করি৷ যদিও বেশ দেরিই হয়ে গিয়েছিল৷ ঘরোয়া ক্রিকেট ধীরে ধীরে আমার পারফরম্যান্সের উন্নতি ঘটায়৷”

Advertisement

cd775ab43e606e66e51d8a6434ff387b87cd66d2-tc-img-preview
বিশেষ পুরস্কার তুলে দেওয়া হল অজিঙ্ক রাহানের হাতে৷ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, বিনোদ কাম্বলি, অজিত ওয়াড়েকর, ম্যাথিউ হেডেন-সহ অনেকে৷ বলি অভিনেত্রী হুমা কুরেশির জমজমাট পারফরম্যান্স উপভোগ করলেন অতিথিরা৷

1c1e26c646e53069b8bcc1a8a492c065999b7ed7-tc-img-preview

এক নজরে দেখে নেওয়া যাক আর কোন ক্রিকেটার কী পুরস্কার পেলেন৷
আন্তজার্তিক বর্ষসেরা ক্রিকেটার – জো রুট
আন্তজার্তিক বর্ষসেরা ব্যাটসম্যান – জো রুট
টেস্টের বর্ষসেরা ক্রিকেটার – কেন উইলিয়ামসন
ওয়ানডে-তে বর্ষসেরা ক্রিকেটার – মার্টিন গাপ্তিল
ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার – শ্রেয়াস আইয়ার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement