Advertisement
Advertisement

জানেন, অ্যাথলিটদের শরীরে এই টেপ কেন দেখা যায়?

মনে প্রশ্নটা জাগতেই পারে৷ কী এই বস্তুটি? কী কাজে লাগে এই টেপ?

Why are athletes wearing coloured tape?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 4:27 pm
  • Updated:August 11, 2016 4:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল বা টেনিস দেখার অভ্যেস আছে? থাকলে অনেক সময়ই দেখতে পাবেন, খেলোয়াড়দের হাতে, পায়ে বা শরীরের বিভিন্ন অংশে লম্বা এক ধরনের টেপ লাগানো থাকে৷ সেসব টেপ আবার নানা রঙেরও হয়ে থাকে৷ মারিও বালোতেলি থেকে নোভাক জকোভিচ, উসেইন বোল্ট থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাদের এই বিশেষ টেপটি ব্যবহার করে থাকেন৷ অতদূরও অবশ্য চোখ নিয়ে যেতে হবে না৷ বিরাট কোহলির হাতে নিশ্চয়ই অনেকবার নীল রঙের পাতলা লম্বা স্ট্র্যাপটি দেখেছেন৷ চলতি ওলিম্পিকে নজর রাখলেও কিনেসিও টেপের দেখা পাবেন৷ মনে প্রশ্নটা জাগতেই পারে৷ কী এই বস্তুটি? কী কাজে লাগে এই টেপ? নেহাতই কি স্টাইল? আর অন্য কোনও কারণ রয়েছে! মহিলারা ওয়্যাক্সিংয়ের স্ট্র্যাপের সঙ্গে একে গুলিয়ে ফেলতে পারেন৷ কিন্তু সে ধারণা ভুল৷ অনেকেই এতদিনে এর রহস্য জেনে গিয়েছেন৷ আসলে চোট পাওয়া অংশে ব্যান্ডেজের মতো কাজ করে এই ধরনের টেপ৷

A combination picture shows Italy's Mario Balotelli celebrating his second goal during their Euro 2012 semi-final soccer match against Germany at the National stadium in Warsaw, June 28, 2012. REUTERS/Tony Gentile/Thomas Bohlen (POLAND - Tags: SPORT SOCCER)
মারিও বালোতেলির পিঠে সেই টেপ

জাপানে তৈরি এই টেপের পোশাকি নাম কিনেসিও টেপ৷ ইদানীং এই ধরনের টেপ বেশি চোখে পড়লেও এর বয়স নেহাত কম নয়৷ ১৯৭০ সালে এই টেপের ব্যবহার শুরু হয়েছিল৷ চিকিৎসক কেঞ্জো কেস এই বিশেষ ধরনের ডিজাইনেই জনক৷ স্ট্র্যাপিংয়ের সেই ট্র্যাডিশনাল পন্থা ভেঙে আধুনিক ও উন্নত মানের এই টেপ ব্যবহার শুরু করেন তিনি৷ ফলে বারবার চিকিৎসকের দ্বারস্থ হয়ে ছোটখাটো ব্যান্ডেজ করা থেকে অনায়াসে ছাড় পেয়ে যেতেন রোগীরা৷ ব্যান্ডেজের তুলনায় এই টেপ অনেক হালকা ও পাতলা হওয়ায় চোট পাওয়া অংশের উপর চাপও কম পড়ে৷

Advertisement

Kerri_Walsh_03

Advertisement

কনুই, হাঁটুর মতো পেশীর সংযোগস্থলকে জুড়ে রাখে এই টেপ৷ ত্বকের নিচ দিয়ে উত্তেজক তরল চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এই টেপ৷ যার ফলে ব্যথা দ্রুত কমে যায়৷ যদিও এই টেপ নিয়ে নানা মুনির নানা মত৷ নিন্দুকরা তো একে মোটেই নিরাপদ বলে মনে করেন না৷ তাতে কী? বিশ্বের তাবড় তাবড় তারকারা তো দিব্যি স্ট্র্যাপটি ব্যবহার করে চলেছেন৷ সুফলও পেয়েছেন৷

এবার বুঝলেন তো মহিলাদের ওয়্যাক্সিংয়ের স্ট্র্যাপের মতো দেখতে পাতলা জিনিসটি কতটা কার্যকরী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ