BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কী চলছে বিরাটের মস্তিষ্কে?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 24, 2017 1:23 pm|    Updated: May 24, 2017 1:23 pm

Will treat Pakistan at per with other opponents: Virat Kohli

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে শেষবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল৷ ভারত বনাম পাকিস্তানের সেই হাইভোল্টেজ ম্যাচে পরাস্ত হয়েছিল আফ্রিদি অ্যান্ড কোং৷ আগামী মাসে ফের বাইশ গজে উত্তেজনার পারদ বাড়বে৷ ৪ জুন যখন ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ৷ বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে৷ সীমান্তে লাগাতার চলছে গুলির লড়াই৷ যে কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হয়নি৷ এই পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে টিম ইন্ডিয়া৷

[জাহির-সাগরিকার বাগদান পার্টিতে কী করলেন বিরাট-অনুষ্কা!]

বুধবার রাতে লন্ডন উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত নেতা বিরাট কোহলি৷ পাক দলের বিরুদ্ধে অভিযান শুরুর আগে কী চলছে তাঁর মস্তিষ্কে? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন কোহলি জানালেন, “মাঠের বাইরের সব বিষয়ের প্রতি সম্মান জানিয়েই বলি, ক্রিকেটার হিসেবে খেলতে নেমে আমরা ক্রিকেট ছাড়া আর কিছুই ভাবি না৷ সে উল্টোদিকে যে দলই থাকুক না কেন৷ তবে নিঃসন্দেহে এই ম্যাচে স্টেডিয়ামের পরিবেশ অন্যরকম হয়৷ সমর্থকদের মধ্যে অনেক বেশি উত্তেজনা দেখা যায়৷ কিন্তু ক্রিকেটার হিসেবে আমাদের কাছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতোই আরেকটা দল পাকিস্তান৷ ওদের বিরুদ্ধে অন্য কোনও স্ট্র্যাটেজি নেওয়া হয় না৷” ম্যাচের আগে কি বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলবেন? বিরাট সাফ জানিয়ে দিলেন, “কোনও প্রয়োজন পড়বে না৷ এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে খেলব এমনটা নয়৷ তাই আলাদা করে মোটিভেশনের প্রয়োজন হবে না৷ প্রতিটা জয়টাই আমাদের একমাত্র লক্ষ্য৷”

[জীবনের প্রিয়তম বস্তুটাই উধাও ক্রিকেট ঈশ্বরের]

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের উপর দুশ্চিন্তার একটা ছাপ পড়ছে৷ কারণ ভারতীয় পেসাররা৷ ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টানা খেলার ফলে ভারতীয় পেসারদের মধ্যে ক্লান্তি আসতেই পারে৷ শুধু আইপিএল নয়, গত ছ’মাসে ভারত ১৩টি টেস্ট খেলেছে৷ অতীতেও ভারতীয় দল এই সমস্যার শিকার হয়েছিল৷ ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি দখলে রাখার যু‌দ্ধে বিরাট অনেকটাই নির্ভর করে আছেন পেসারদের উপর৷ এই তালিকায় রয়েছেন মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা৷ এঁদের মধ্যে সব থেকে কম ম্যাচ খেলেছেন সামি৷ তিনি চোট সারিয়ে আইপিএলে ফিরে আসার পর দিল্লির ডেয়ারডেভিলসের হয়ে আটটি ম্যাচ খেলেছেন৷ তিনি কতটা নিজেকে মেলে ধরতে পারেন তার উপর অনেকটাই নির্ভর করছে ভারতীয় দলের পারফরম্যান্স৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে