Advertisement
Advertisement

বিশ্বকাপে দুর্দান্ত দৌড় শুরু কালো ঘোড়ার, লুকাকুর জোড়া গোলে হার পানামার

অঘটনের বিশ্বকাপ জমিয়ে দিল হ্যাজার্ড অ্যান্ড কোম্পানি৷

World Cup 2018: Belgium beats Panama by 3-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 10:38 pm
  • Updated:June 18, 2018 10:47 pm

বেলজিয়াম: ৩ (মার্টেনস, লুকাকু-২)

পানামা: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত নজর কেড়েছিলেন মার্টিনেজের ছেলেরা৷ আর তারপর থেকেই তাদের বিশ্বকাপের কালো ঘোড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিলের মতো ভারী ভারী নামগুলির পাশে বেলজিয়াম সুন্দরভাবে নিজেদের যে বসিয়ে নিতে পারবে এমন বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের ছিল৷ আর মহারণের সূচনায় সে বিশ্বাসে আঘাত লাগেনি৷ বলা ভাল, সোম-সন্ধ্যায় কোনও অঘটন ঘটেনি৷ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামা পানামার বিরুদ্ধে তিন পয়েন্ট পকেটে পুরে বেলজিয়াম বুঝিয়ে দিল কেন তাদের এবারের কালো ঘোড়া বলা হচ্ছে৷

Advertisement

[‘আমিও টানা পাঁচটা পেনাল্টি মিস করেছি, তা সত্ত্বেও আমি মারাদোনা’]

স্পেনের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রিকিক থেকে গোল বিস্মিত করেছিল ফুটবলবিশ্বকে৷ আবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে কুটিনহোর গোলটি এবারের বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা গোলের তালিকায় জায়গা করে নিয়েছে৷ আর এদিন মন কাড়লেন মার্টেনস৷ দুর্দান্ত লং ভলিতে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ালেন বেলজিয়াম স্ট্রাইকার৷ দ্বিতীয়ার্ধেই আরও দুটি গোল৷ সৌজন্যে ম্যান ইউ তারকা লুকাকু৷ কোয়ালিফায়িং রাউন্ডে যিনি এগারোটি গোল করে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে বেলজিয়ামের ভরসা জিতে নিয়েছিলেন, সেই তারকাই পানামা সংসারে আগুন জ্বালিয়ে দিলেন৷

তবে পানামার ডিফেন্সকে অনেকটাই কৃতিত্ব দিতে হয়৷ এমন বিশ্বমানের ফরোয়ার্ড লাইনকে গোটা প্রথমার্ধ আটকে রাখতে সফল তারা৷ দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলার চেষ্টাও করেছিলেন গোমেজের ছেলেরা৷ তবে শেষমেশ সাফল্য মেলেনি৷ প্রথমবার বিশ্বকাপের কোনও দল সামলাচ্ছেন মার্টিনেজ৷ আর শুরুতেই তৃপ্ত তিনি৷ শক্তিশালী ফরোয়ার্ড লাইনের প্রদর্শন মন ছুঁয়েছে তাঁরও৷ এদিন নজরে থাকা চেলসির অ্যাটাকিং মিডিও ইডেন হ্যাজার্ড গোল পাননি ঠিকই৷ তবে লুকাকুর দ্বিতীয় গোলের নেপথ্যে ছিলেন তিনিই৷ ডি ব্রুয়েনও দুর্দান্ত অ্যাসিস্টে জানান দিলেন নিজের উপস্থিতি৷

[জয়ের উৎসবের মাঝেই ভূমিকম্প মেক্সিকোতে, তা সত্ত্বেও চলল সেলিব্রেশন]

বিশ্বকাপের হেভিওয়েটদের নিয়ে চর্চার অন্ত নেই৷ কিন্তু সোম-সন্ধেয় যে অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী থাকল রাশিয়া, তাতে সেই হেভিওয়েটদের সঙ্গে নিঃসন্দেহে জুড়ে গেল বেলজিয়ামের নামও৷ এবার চোকার্স তকমা ঘোচাতে মরিয়া তারা৷ তিন পয়েন্ট ঘরে তুলে অঘটনের বিশ্বকাপ জমিয়ে দিল হ্যাজার্ড অ্যান্ড কোম্পানি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ