Advertisement
Advertisement

Breaking News

দর্শকদের মধ্যমা প্রদর্শন, ফিফার রোষের মুখে মারাদোনা

ঘটনার কড়া নিন্দা করেছে ফিফা৷

World Cup 2018: Maradona shows middle finger to fans, gets warned
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2018 6:40 pm
  • Updated:September 14, 2023 7:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর উপস্থিতির টানেই ভরছে গ্যালারি৷ ঈশ্বরের কীর্তি চাক্ষুষ করতে দূর-দূরান্ত থেকে হাজির হচ্ছেন ভক্তরা৷ মাঠের লড়াইয়ের বাইরেও তাঁর প্রতিটি আচার-আচরণের সাক্ষী হতে মরিয়া অনুগামীরা৷ তাঁর সব কীর্তিই ক্যামেরাবন্দি হচ্ছে৷ যেখানে কখনও ধরা পড়ছে নিজের দলের জন্য তাঁর অস্বাভাবিক উচ্ছ্বাস তো কখনও ধূমপান৷ তিনি যা-ই করুন, তাই ঈশ্বরের কীর্তি তুল্য৷ গোটা বিশ্বের মারাদোনা ভক্তরা এ কথা নতজানু হয়ে মেনে নিলেও ফিফা তা মানতে নারাজ৷ চলতি বিশ্বকাপের মধ্যেই ‘হ্যান্ড অফ গড’ নিয়ে প্রশ্ন তুলে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

[জঘন্য পারফরম্যান্সের জের, ওজিলদের দেওয়া ‘উপহার’ ফিরিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট]

Advertisement

না, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে সেই বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’-এর কথা হচ্ছে না৷ আসলে মারাদোনার হাতের ইশারা একেবারেই পছন্দ হয়নি ফিফার৷ নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন গ্যালারিতে অদ্ভুত অঙ্গিভঙ্গি করতে দেখা গিয়েছিল মারাদোনাকে৷ মেসির গোলের পরই আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন তিনি৷ এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু ম্যাচের শেষমুহূর্তে রোহোর গোলের পরই দর্শকদের দিকে তাকিয়ে মধ্যমা প্রদর্শন করেন ফুটবলের রাজপুত্র৷ তারপর থেকেই শুরু হয় বিতর্ক৷ একজন কিংবদন্তির খেলার মাঠে আচরণ কি সমর্থন যোগ্য? এই প্রশ্নই তুলেছিলেন অনেকে৷ তবে এও শোনা গিয়েছিল, নিজের আত্মজীবনীর শুটিংয়ের জন্যই এসব করেছেন তিনি৷ বিষয়টি শুধু মারাদোনা বলেই অনেকে মেনে নিয়েছিলেন৷ কিন্তু এই কাণ্ডের জন্য ফিফার হুমকির মুখে পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার৷

Advertisement

[নক-আউটে নামার আগে সাসপেনশনের খাঁড়া মেসি-রোনাল্ডোর মাথায়]

ফিফা বিশ্বকাপের প্রচারের অন্যতম মুখ মারাদোনা৷ তাই ফিফার মতে, মাঠে দর্শকদের প্রতি এমন অশালীন ইঙ্গিত করা মারাদোনার উচিত হয়নি৷ তিনি কিংবদন্তি বলে, মাঠে উপস্থিত দর্শকদের অপমান করবেন, এমনটা তো হতে পারে না৷ ফিফা বিশ্বকাপে চিফ-এক্সিকিউটিভ কলিন স্মিথ শুক্রবার বলেন, “দিয়েগো মারাদোনা নিঃসন্দেহে একজন লিভিং লেজেন্ড৷ আর আমরা আশা করি, প্রত্যেক বর্তমান ও প্রাক্তন ফুটবলার, স্টাফ, সমর্থক মাঠে শালীনতা বজায় রাখবেন৷” আর এভাবেই মারাদোনার নিন্দা করে তাঁকে কড়া ভাষাতেই সতর্ক করে রাখলেন স্মিথ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ