মুম্বই ইন্ডিয়ান্স- ১৪৯/৭ (হরমনপ্রীত কৌর-৬৬, নাতালি স্কিভার ব্রান্ট-৩০)
দিল্লি ক্য়াপিট্যালস- ১৪১/৯ (মারিজান কাপ-৪০, জেমাইমা রদ্রিগেজ -৩০)
৮ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: WPL ফাইনালে ফের স্বপ্নভগ্ন দিল্লি ক্য়াপিটালসের। শনিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে রোমহর্ষক ফাইনালে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো WPL অর্থাৎ মহিলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতরা ফাইনালে জিতলেন ৮ রানে।
এদিন ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্য়াট করতে নেমে শুরুটা বিশ্রী হলেও অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনবদ্য অর্ধশতরানে ভর করে দিল্লির সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত ৪৪ বলে ৬৬ রান করেন। পাশাপাশি ভালো ইনিংস খেলেন মুম্বইয়ের ইংলিশ তারকা নাতালি স্কিভার ব্রান্ট। তিনি করেন ২৮ বলে ৩০ রান। দিল্লির হয়ে অনবদ্য বোলিং করেন মারিজান কাপ। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় দিল্লিরও। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যান মেগ ল্যানিংরা। তিন উইকেটের পতনের পর পালটা লড়াই শুরু করেন জেমাইমা রদ্রিগেজ এবং মারিজান কাপ। জেমাইমা ২১ বলে ৩০ রান করেন। কাপ ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত দিল্লির ইনিংস শেষ হল ১৪১ রানে। স্নায়ুর চাপ সামলে আরও একবার WPL খেতাব জিতলেন হরমানপ্রীত কৌররা।
Mumbai Indians – # . . . . . . . .
Scorecard ▶ https://t.co/2dFmlnwxVj #DCvMI | #Final | @mipaltan pic.twitter.com/JOV98PFNwq
— Women’s Premier League (WPL) (@wplt20) March 15, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.