Advertisement
Advertisement

পাকিস্তানিদের সঙ্গে আর লড়বেন না যোগেশ্বর

এমনকী পাকিস্তানের কুস্তিগিররা যে টুর্নামেন্টে খেলবেন, তিনি সেখান থেকে নাম তুলে নেবেন বলেও জানিয়ে দিলেন৷

Yogeshwar Dutt will not compete with pak wrestlers anymore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 11:47 am
  • Updated:September 12, 2023 3:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাছে আবেগ ও দেশের সম্মান সবার আগে৷ উরিতে জঙ্গি হানার পর এটাই বোধ হয় তাঁর দিক থেকে করণীয় ছিল৷ ওলিম্পিকে পদকজয়ী ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত জানালেন, তিনি কোনও টুর্নামেন্টে আপাতত পাকিস্তানের কুস্তিগিরদের সঙ্গে লড়বেন না৷ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিকঠাক না হওয়া পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন বলে জানালেন৷ এমনকী পাকিস্তানের কুস্তিগিররা যে টুর্নামেন্টে খেলবেন, তিনি সেখান থেকে নাম তুলে নেবেন বলেও জানিয়ে দিলেন৷

এদিন কংগ্রেস নেতা জয় ভগবান শর্মার মেয়ে শীতলের সঙ্গে বাগদান পর্ব সেরে রাখলেন৷ সাত পাকে বাঁধা পড়বেন পরের বছর জানুয়ারিতে৷ বাগদানের অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠমহলের কয়েকজন ছাড়া তেমন কোনও সেলিব্রিটি হাজির ছিলেন না৷ জীবনের নতুন পথ শুরুর মুহূর্তে যোগেশ্বরকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ইন্ডিয়ান রেসলিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিজভূষণ শরন৷

Advertisement

দুই দেশের পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানালেন যোগেশ্বর৷ বললেন, “দেশের সম্মানের আগে আমার কাছে কিছু নেই৷ আমার এই পরিচয় দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করায়৷ ওলিম্পিকে পদক জিতে দেশকে গর্বিত করেছি ঠিকই৷ তবে আসল কাজটা সেনারা সীমান্তে দাঁড়িয়ে করছে৷ ওরা নিরাপত্তার দিক সুনিশ্চিত করছে বলেই আমরা নিজেদের মতো করে বাঁচতে পারছি৷ ওরা রাত-দিন জেগে পাহারা দিচ্ছে বলেই আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারছি৷ ওদের এই অবদানের কথা আমি অন্তত ভুলতে পারব না৷ দেশের আসল হিরোদের উপর জঘন্য হানার প্রতিবাদ জানানোর জন্যই আমার এই সিদ্ধান্ত৷ পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখার ইচ্ছা আমাদের নেই৷”

এর পর ভারতীয় কুস্তি ফেডারেশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার৷ তবে যোগেশ্বর বলছেন, “প্রতিবাদে ভারতীয় ক্রিকেট সংস্থাও আইসিসির কাছে পাকিস্তানের সঙ্গে ভারতকে কোনও টুর্নামেন্টে একই গ্রুপে না রাখার আর্জি জানিয়েছে৷ আমার এই সিদ্ধান্তও সেনাদের জন্যই৷ এটা সবার বোঝা উচিত৷ সবার এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement