Advertisement
Advertisement

Breaking News

সাফল্য সত্ত্বেও রিয়াল ছাড়ছেন জিদান, বিস্মিত ফুটবল দুনিয়া

ক্লাবকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করেই এই সিদ্ধান্ত৷

Zinedine Zidane to snap ties with Real Madrid!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2018 5:01 pm
  • Updated:May 31, 2018 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জিনেদিন জিদান৷ আজ এক সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানিয়ে দিলেন জিদান নিজেই৷ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত জিজোর৷ ৩ বছরের অভূতপূর্ব সাফল্যের পরও জিদানের এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত ফুটবল-বিশ্ব ৷

[  ফাইনালে রোজা ভাঙার ‘শাস্তি’ পেয়েছেন মহম্মদ সালাহ, দাবি মুসলিম ধর্মগুরুর ]

Advertisement

কিন্তু এহেন সাফল্যের পরও কেন দল ছাড়ার সিদ্ধান্ত? প্রাক্তন ফ্রান্স তারকা নিজেই জানিয়েছেন, তিন বছর পর তাঁর মনে হয়েছে রিয়াল মাদ্রিদ দলের নতুন কোচের প্রয়োজন৷ ড্রেসিং রুমে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন কাউকে দরকার বলেও মনে করছেন তিনি ৷ নিজের সিদ্ধান্তের কথা তিনি প্রথম জানিয়েছেন ক্লাব প্রেসি়ডেন্ট ফ্লোরেন্টনো পেরেজকে৷এরপর তিনি জানিয়েছেন ফুটবলারদের ৷ যদিও, রিয়াল ছাড়াটা তাঁর পক্ষে খুব কঠিন সিদ্ধান্ত ছিল বলেও জানিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন৷ রিয়ালের হয়ে দীর্ঘদিন খেলার পর  ক্লাবের সহকারী কোচ হিসেবে বহুদিন কাজ করেছেন জিজো৷ তিন বছর আগে কোচ হিসেবে দায়িত্ব নেন৷ দায়িত্ব নেওয়ার পরপর তিন মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভূতপূর্ব রেকর্ডও তাঁরই পকেটে৷

Advertisement

[  বিশ্বকাপে গোলের নিচে ৪৫-এর ‘বুড়ো’ এল-হাদারিই ভরসা মিশরের ]

ক্লাবের তরফে প্রেসিডেন্ট পেরেজ জানিয়েছেন,জিদানের এই সিদ্ধান্তে তারাও চমৎকৃৎ৷ দলের প্রাক্তন মিডফিল্ডারকে বোঝানোরও চেষ্টা করছেন তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ৷ উল্লেখ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনাল্ডো৷ দুদিন পরেই অবশ্য তাঁর অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান সিআর সেভেন৷ জানিয়ে দেন রিয়ালেই থাকছেন তিনি৷ এরপরই জিদানের দল ছাড়ার সিদ্ধান্তে স্তম্ভিত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সমর্থকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ