Advertisement
Advertisement

কাশ্মীরে সন্ত্রাস রুখতে বাড়ি ছাড়ল কিশোর পড়ুয়া!

এই সময় নির্মলের কাছে টিউশন ফি ২৫০০ টাকা ছিল৷ মাত্র এটুকু সম্বল নিয়েই সে কাশ্মীরের পথে রওনা হয়েছিল৷

14-year-old from Vasai flees home to fight terror in J&K
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 7:06 pm
  • Updated:August 19, 2016 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে বেড়ে চলা দেশবিরোধী কার্যকলাপ যে দেশের আগামী প্রজন্মের উপর গভীর প্রভাব ফেলছে তা বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু এই প্রভাব যে বহু ক্ষেত্রে বহু কিশোরের মনে দেশপ্রেমকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে তাই প্রমাণ করল ১৪ বছরের নির্মল ওয়াগ৷ দেশবিরোধী কার্যকলাপ রুখতে এবং দেশের শত্রুদের প্রতিহত করতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে বাড়ি ছেড়েছিল এই কিশোর৷

ভাসাইয়ের এই কিশোর দশম শ্রেণির ছাত্র৷ বরাবরই সে ইতিহাস পড়তে খুব ভালবাসে বলে তার পরিবারের তরফে জানানো হয়েছে৷ দেশে ক্রমাগত বেড়ে চলা অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়তে গত ১০ আগস্ট বাড়ি ছেড়েছিল নির্মল৷ মুম্বই থেকে অমৃতসর মেলে সে যাত্রা শুরু করলেও, টিকিট না থাকার কারণে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়৷

Advertisement

এই সময় নির্মলের কাছে টিউশন ফি ২৫০০ টাকা ছিল৷ মাত্র এটুকু সম্বল নিয়েই সে কাশ্মীরের পথে রওনা হয়েছিল৷

Advertisement

অন্যদিকে, তার বাড়ি থেকে চলে যাওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল তার পরিবার৷ আর সেই সূত্র ধরেই পুলিশ তার সন্ধান পায়৷ গত ১৫ আগস্ট নির্মলকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে৷

নির্মলের পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েক মাস আগেই তার মা মারা গিয়েছেন৷ ভাল ছাত্র নির্মল দেশেবিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করার বিষয়ে খুবই উৎসাহী ছিল৷ তাই পরিবারের পিছুটান উপেক্ষা করেই সে কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ