Advertisement
Advertisement

Breaking News

ছুরি দিয়ে কুপিয়ে ১৯ জনকে খুন জাপানে

আরও ২০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷

19 killed, about 20 injured in knife rampage at a care home near Tokyo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 11:16 am
  • Updated:July 26, 2016 11:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক লোন উলফ অ্যাটাকে যখন বিশ্ববাসী সন্ত্রস্ত ঠিক তখনই জাপানে এমনই এক লোন উলফ অ্যাটাক কেড়ে নিল কমপক্ষে ১৯ জনের প্রাণ৷ আরও ২০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷ জাপানের সাগামিহারা শহরে মঙ্গলবার এক ব্যক্তি একটি প্রতিবন্ধী আবাসে হামলা চালায়৷ ছুরি দিয়ে সেখানকার বাসিন্দাদের খুন করে বলে পুলিশ সূত্রে খবর৷

টোকিওর পাশেই অবস্থিত সাগামিহারা শহরের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত এমন ভয়াবহ হত্যালীলার সম্মুখীন আগে হয়নি জাপানবাসী৷

Advertisement

কিন্তু খুব অবাক করে দিয়েই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ওই আবাসনেরই এক প্রাক্তন কর্মী সাতোশি ইউমাৎসু৷ ২৬ বছর বয়সী এই যুবক এই নৃশংস হামলার দু’ঘন্টা পড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ সে জানিয়েছে চাকরি চলে যাওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে৷

Advertisement

জেরায় জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার মধ্যরাতে জানালার কাচ ভেঙে ওই আবাসনে প্রবেশ করেছিল সে৷ এরপরেই চুরি দিয়ে সেখানকার বাসিন্দাদের আঘাত করতে শুরু করেছিল৷ আতঙ্কে সেখানকার বাসিন্দারা চিৎকার শুরু করলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও সেখানে ঢোকার সাহস পাচ্ছিলেন না তাঁরা৷ এরপর সেখানে গিয়ে ওই রক্তাক্ত পরিস্থিতির সম্মুখীন হয় পুলিশ৷ প্রায় সঙ্গে সঙ্গেই অ্যাম্বুল্যান্স ডেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

প্রসঙ্গত এই ঘটনার কেন্দ্রস্থল সুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফেসিলিটিতে ১৫০ জন মানসিক প্রতিবন্ধী থাকতেন৷ তাঁদের উপরই এদিন এই ভয়বহ আক্রমণ চালালো অভিযুক্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ