Advertisement
Advertisement

Breaking News

লোকসভায় রাজ্যের ২০ আসনে চোখ বিজেপির

১৭ জুলাই রাজ্য পরিষদের বৈঠক থেকেই এই ২০টি আসন চিহ্নিত করে রণকৌশল ঠিক করে দিয়ে যেতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

2019 Lok Sabha polls is bird's eye for BJP now
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 10:07 am
  • Updated:July 6, 2016 10:07 am

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট ২০টি আসন৷ ১৭ জুলাই রাজ্য পরিষদের বৈঠক থেকেই এই ২০টি আসন চিহ্নিত করে রণকৌশল ঠিক করে দিয়ে যেতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বাংলায় লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখনই কোমরবেঁধে নেমে পড়ার ইঙ্গিত দিলেন বিজেপি সভাপতি৷

পাশাপাশি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছে বাবুল সুপ্রিয়র পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এস এস আলুওয়ালিয়াকে নিয়মিত জনতার দরবার বসাতে৷ মাসে একদিন করে রাজ্য বিজেপির দফতরে দুই কেন্দ্রীয় মন্ত্রী শুনবেন আম জনতার অভাব-অভিযোগের কথা৷ জনতার দরবারে বসার জন্য কেন্দ্রীয় মন্ত্রী এস এস আলুওয়ালিয়াকে রাজ্য বিজেপির তরফে বলা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

বাংলাকে বিজেপি যে বাড়তি গুরুত্ব দিচ্ছে তা মোদির মন্ত্রিসভার সাম্প্রতিক সম্প্রসারণ থেকেই স্পষ্ট৷ বাবুল সুপ্রিয়র পর দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দ্বিতীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে পেল বাংলা৷ বাংলার দুই সাংসদকেই মন্ত্রিসভায় স্থান দিয়ে বিজেপির শীর্ষনেতত্ব চাইছে ২০১৯-এর লোকসভা নির্বাচনে আসন সংখ্যা যাতে দুই অঙ্কের ঘরে নিয়ে যাওয়া যায়৷ সেই পথ এখন থেকেই মসৃণ করে নিতে ১৭ জুলাই মহাজাতি সদনে দলের রাজ্য পরিষদের সভায় আসছেন অমিত শাহ৷ থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, সিদ্ধার্থনাথ সিং, শিবপ্রকাশদের মতো শীর্ষ নেতারা৷ এছাড়াও থাকছেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷

Advertisement

দলের এক শীর্ষ নেতার কথায়, ২০টি আসনকে টার্গেট করে এগোলেই ১২ থেকে ১৪টি আসন ঝুলিতে আসবে বলে আশাবাদী বিজেপি৷ তাঁর কথায়,  লোকসভা নির্বাচনে বাংলা, কেরল, তামিলনাড়ু-সহ সাতটি রাজ্যকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি৷ কারণ, উত্তরপ্রদেশ, গুজরাত, দিল্লি-সহ যেসব রাজ্যে গত লোকসভায় বিজেপি ভাল আসন পেয়েছিল, সেখানে এবারে ভাল ফলের আশা নেই৷ তাই সেখানকার আসনগুলি ধরে রাখার পাশাপাশি অন্য সাতটি রাজ্য থেকে আরও কিছু আসন বাড়িয়ে নিতে চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব৷ যার মধ্যে বাংলা অন্যতম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ