Advertisement
Advertisement

সপরিবারের আইএস-এ যোগ মুম্বইয়ের ব্যবসায়ীর !

ব্যবসায়ীর স্ত্রী ও ভাইও যোগ দিয়েছে জঙ্গিগোষ্ঠীতে৷

 5 members of Mumbai businessman’s family joined ISIS!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2016 5:37 pm
  • Updated:August 21, 2016 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের পাঁচ সদস্য সমেত আইএস জঙ্গিগোষ্ঠীতে যোগ  মুম্বইয়ের তরুণ ব্যবসায়ীর৷ চাঞ্চল্যকর এই তথ্য সামনে এল কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে৷ স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ২৬ বছরের আশফাক আহমেদ আইএস ঘাঁটিতে ঠাঁই নিয়েছে বলেই জানা যাচ্ছে৷ সঙ্গে আছে তার দুই খুড়তুতো ভাই ভাই মহম্মদ সিরাজ (২২) ও এজাজ রহমানের (৩০)৷ তাদের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অপরজন পেশায় ডাক্তার বলেও জানা গিয়েছে৷

সবাইকে নিয়ে জুন মাসে দেশ ছাড়েন আশফাক৷ আগস্ট মাসের প্রথম দিকে আশফাকের ছোট ভাইয়ের মোবাইলে একটি এসএমএস আসে৷ যাতে লেখা ছিল তাঁরা আইএস নিয়ন্ত্রিত স্থানে ঠাঁই নিয়েছে৷ আর দেশে ফিরতে চান না৷ তার নিজের ছোট ভাইকে মা ও বাবার খেয়াল রাখতেও বলে আশফাক৷

Advertisement

ছেলের দেশত্যাগের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আবদুল মাজিদ৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রচারক মহম্মদ হানিফ, কেরলের এক স্কুল শিক্ষক আবদুর রাশিদ, নয়া মুম্বইয়ের বাসিন্দা আরশি কুরেশি ও কল্যাণের বাসিন্দা রাজওয়ান খান৷ আশফাককে প্ররোচিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি৷

Advertisement

আগস্ট মাসের ১৪ তারিখ মূল অভিযুক্ত হানিফকে গ্রেফতার করা হয়েছে৷ চলছে তার জিজ্ঞাসাবাদ৷ সূত্রের খবর, কেরলের একাধিক যুবকের দেশত্যাগী হয়ে আইএস-এ যোগ দেওয়ার নেপথ্যে মূলত প্রচারক হানিফেরই প্ররোচনা রয়েছে৷ তার উসকানিতেই আসফাকের এই কীর্তি বলেই মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ