Advertisement
Advertisement

Breaking News

সংরক্ষণের অভাবে পচন ৭ লক্ষ কুইন্টাল পিঁয়াজে!

সরকারি তরফে এই গাফিলতি একরকম স্বীকারই করে নেওয়া হয়েছে৷ যদিও তাতে ক্ষোভ মিটছে না৷

7 Lakh Quintal Onion Rot In Madhya Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 9:34 am
  • Updated:October 15, 2016 11:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের সুবিধা করতে প্রায় ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ কিনেছিল রাজ্য সরকার৷ কিন্তু হিতে বিপরীত হল৷ সঠিক বিপণনের অভাবে পচল প্রায় ৭ লক্ষ কুইন্টাল পিঁয়াজ৷ তা সরাতে খরচ হচ্ছে আরও প্রায় ৬.৭ কোটি টাকা৷ এই বিপুল ক্ষতির দরুণ প্রশ্নের মুখে পড়েছে মধ্যপ্রদেশ সরকার৷

জানা যাচ্ছে, গত মে মাসে চাষিদের থেকে ৬ টাকা কেজি দরে প্রায় ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ কিনেছিল রাজ্য সরকার৷ উদ্দেশ্য ছিল, আরও কম দামে তা সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া৷  ফেয়ার প্রাইস শপের মাধ্যমে তা বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু সংরক্ষণ ব্যবস্থা উপযুক্ত না হওয়ায় বাধল গণ্ডগোল৷ জুলাই থেকেই পচতে শুরু করেছিল পিঁয়াজ৷ এমনকী পরের দিকে কেজি প্রতি এক টাকা দরে পিঁয়াজ বিক্রি করতে চাইলেও ক্রেতা পায়নি সরকার৷

Advertisement

সরকারি তরফে এই গাফিলতি একরকম স্বীকারই করে নেওয়া হয়েছে৷ যদিও তাতে ক্ষোভ মিটছে না৷ ফেয়ার প্রাইস শপের মালিকরা বলছেন, সঠিকভাবে বিপণনের ব্যবস্থাই করতে পারেনি সরকার৷ তাই এত পিঁয়াজ পচে গেল৷ অন্যদিকে বিপিএল তালিকায় থাকা সাধারণ মানুষ জানাচ্ছেন, ১ টাকা কেজি পিঁয়াজ পাওয়ার কথা তাঁরা শুনেছিলেন মাত্র৷ কিন্তু প্রতিশ্রুতিমতো বাস্তবে গিয়ে আর তা পাননি৷ অথচ সবার অলক্ষে থাকা ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ পচল৷ যা সরাতে এখন রাজ্য সরকারকে গচ্চা দিতে হচ্ছে আরও ৬.১৭ কোটি টাকা৷ বিপুল পরিমাণ পিঁয়াজ নষ্টের প্রভাব সারা দেশের বাজারেই পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ