Advertisement
Advertisement

Breaking News

আপ নেতার কুপ্রস্তাব ও হুমকির জেরে আত্মহত্যা মহিলার!

‘ন্যাশনাল কমিশন ফর উওম্যান’-এর তরফ থেকে ললিতা কুমারমঙ্গলম দিল্লির আম আদমি পার্টির চিফ দিলীপ পাণ্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ যদিও আপ-এর পক্ষ থেকে এই অভিযোগকে অসত্য বলে জানানো হয়েছে৷

AAP Activist Who Committed Suicide 'Told To Compromise Body', Alleges Family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 8:46 pm
  • Updated:July 28, 2016 8:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক দলে জায়গা পাকা করতে হলে নাকি যৌন সম্পর্ক স্থাপন করতে হবে, আত্মহত্যা করার আগে  এমন প্রস্তাবই পেয়েছিলেন আপ কর্মী৷ আর তাই বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মৃত আম আদমি পার্টির কর্মীর পরিবারের সদস্যরা৷

মৃত মহিলার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় আম আদমি পার্টির নেতা থেকে শুরু করে দিল্লির তাবর পার্টি নেতা তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন৷ পরিবারের আরও দাবি, আপ নেতা রমেশ ওয়াধওয়া ২৮ বছরের ওই আপ কর্মীকে বলেন, রাজনীতিতে ভাল পদ পেতে গেলে এই ধরনের আপোস করা উচিত৷ শুধু তাই নয়, পরিবারের সদস্যদের আরও অভিযোগ, রমেশ নাকি ওই মহিলার দুই সন্তানকে অপহরণ করারও হুমকি দিয়েছিলেন৷

Advertisement

আপ কর্মীর পরিবারের দাবি, এই ঘটনার পর থেকেই বেশ চিন্তায় ছিলেন তিনি৷ তাঁর সন্তানদের স্কুলে পর্যন্ত পাঠাচ্ছিলেন না৷ গত বেশ কয়েকদিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি৷ শেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷

Advertisement

‘ন্যাশনাল কমিশন ফর উওম্যান’-এর তরফ থেকে ললিতা কুমারমঙ্গলম দিল্লির আম আদমি পার্টির চিফ দিলীপ পাণ্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ যদিও আপ-এর পক্ষ থেকে এই অভিযোগকে অসত্য বলে জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ