BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

যুবককে চপ্পল দিয়ে পেটালেন ত্রুপ্তি দেশাইয়ের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: July 28, 2016 11:51 am|    Updated: July 28, 2016 11:51 am

Activist Trupti Desai beating A Man with Slippers in Public

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী অধিকার নিয়ে তাঁকে হামেশা সোচ্চার হতে দেখা যায়৷ বিশেষ করে নারিবর্জিত স্থানগুলিতে নারীর প্রবেশাধিকার নিয়ে বেশি করে কণ্ঠ ছাড়েন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই৷ এর জন্য প্রায়ই সংবাদ মাধ্যমে দেখা মেলে তাঁর৷ তবে এবারে অন্য কারণে সোশাল মিডিয়ার হট টপিক নারী সুরক্ষার এই স্বঘোষিত সৈনিক৷

পুনে থেকে ১০০ কিলোমিটার দূরে শিরওয়াল গ্রামে এক ব্যক্তিকে চপ্পল দিয়ে মারতে দেখা গেল তৃপ্তিকে৷ মোবাইলে তোলা এই ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়৷ তাতে ঝড় উঠেছে প্রতিক্রিয়ার৷ কেউ পক্ষে রায় দিয়েছেন, কেউ বিপক্ষে৷ বিপক্ষের সংখ্যাই অবশ্য বেশি৷

ত্রুপ্তির বক্তব্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন ওই ব্যক্তি৷ তাঁকে গর্ভপাতও করতে বাধ্য করেছে৷ এইরকমভাবেই আরও একজন মহিলার সঙ্গে প্রতারণা করেছে অভিযুক্ত৷ পুলিশের কাছে বলেও কোনও লাভ হয়নি সেই কারণেই আইন হাতে নিতে বাধ্য হয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে