Advertisement
Advertisement

নদিয়ার পর এবার ‘নির্মল জেলা’ পূর্ব মেদিনীপুর!

স্বীকৃতি মিলবে সেপ্টেম্বরে, খবর নবান্ন সূত্রে৷

After Nadia Now East Midnapore will get the tag of 'Nirman Jela'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 12:34 pm
  • Updated:July 19, 2016 12:34 pm

স্টাফ রিপোর্টার: নদিয়ার পর রাজ্যের দ্বিতীয় ‘নির্মল জেলা’ হিসাবে স্বীকৃতি পেতে চলেছে পূর্ব মেদিনীপুর৷ নবান্ন-সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাসের প্রথমদিকে এই স্বীকৃতির ঘোষণা হতে পারে৷

রাজ্য প্রশাসন-সূত্রে খবর, এক সমীক্ষায় জানা গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২ লক্ষ ১৯ হাজার বাড়িতে শৌচালয় নেই৷ এই বাড়িগুলিতে শৌচালয় গড়ার জন্য ১০ হাজার টাকা করে বাড়ি পিছু দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে৷ নবান্নে জমা পড়া সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যেই ২ লক্ষ ১৫ হাজার বাড়িতে শৌচালয় তৈরির কাজ সমাপ্ত হয়েছে৷ বাকি চার হাজার বাড়িতে শৌচালয় তৈরির কাজ আগস্ট মাসের মধ্যেই শেষ হয়ে যাবে৷ তারপরই সেপ্টেম্বরের গোড়াতে ‘নির্মল জেলা’ হিসাবে পূর্ব মেদিনীপুরকে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় গোটা রাজ্য জুড়ে ‘নির্মল বাংলা’ গড়ার কাজ চলছে বিধানসভা ভোটের আগে থেকে৷ রাজ্যের প্রতিটি গ্রামের প্রতি বাড়িতে যাতে শৌচালয় তৈরি হয়, তার জন্য ঝাঁপিয়ে পড়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন৷ পাশাপাশি চলছে এ বিষয়ে সচেতনতা তৈরির লাগাতার প্রচার৷ যত্রতত্র মলমূত্র ত্যাগের কু-অভ্যাস থেকে গ্রাম-শহরের মানুষকে মুক্ত করতে নেওয়া হচ্ছে বিজ্ঞাপন, হোর্ডিং,  লোকশিল্পের মতো একাধিক মাধ্যমের সাহায্য৷ এর সুফলও ফলতে শুরু করেছে৷ মানুষের মধ্যে পরিচ্ছন্নতাবোধের উন্মেষ যে হচ্ছে, তার প্রমাণ মিলছে পথেঘাটে নজর ফেরালেই৷

Advertisement

গত পাঁচ বছরে কলকাতা-সহ রাজ্যের প্রায় প্রতিটি শহরে একের পর এর উন্নয়ন প্রকল্পে এলাকার ছবিটাই পাল্টে এখন অনেক ঝকঝকে-তকতকে৷ মহানগরী যে এখন অনেক পরিষ্কার ও সুন্দর হয়ে উঠেছে, তা ক’দিন আগে কলকাতায় এসে নিজের মুখে সবার সামনে বলে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন৷ এজন্য বর্তমান রাজ্য সরকার ও তার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷ রাজ্য প্রশাসনের বক্তব্য, আগামী দু’বছরে মধ্যে রাজ্যের অধিকাংশ জেলাই ‘নির্মল জেলা’ হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ