Advertisement
Advertisement

Breaking News

পুজোয় চিকিৎসায় বি আর সিংয়ে চরম গাফিলতি

ইনসুলিন নেওয়া রোগীকে ওষুধ ও খাবার না দেওয়া, ক্যাথিটার না পাল্টানো, বাড়তি পয়সার দাবি- তালিকা নেহাত কম নয়!

Patients Harrased In B R Singh Hospital During Durga Puja Days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 10:51 am
  • Updated:October 13, 2016 10:53 am

স্টাফ রিপোর্টার: চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি ও রোগীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠল বি আর সিং হাসপাতালের বিরু‌দ্ধে৷ অবসরপ্রাপ্ত অশীতিপর রেলকর্মী জীবনকুমার চট্টোপাধ্যায়কে মঙ্গলবার হাই ব্লাডসুগার নিয়ে ভর্তি করা হয় ওই হাসপাতালে৷ জীবনবাবুর ছেলে রায়গঞ্জ ডিপি স্কুলের প্রিন্সিপাল শুভঙ্কর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রাতে রোগীকে খেতে দেওয়া হয়নি৷ ইনসুলিন নেওয়া রোগীকে অভুক্ত রাখার পাশাপাশি তাঁকে দেখভাল ও চিকিৎসা করা হয়নি৷ ক্যাথিটার ফেটে প্রস্রাবে বিছানা ও জামা-কাপড় ভিজলেও সারা রাত ওভাবেই ফেলে রাখা হয়৷ এমনকী সকালে বলার পরও তা বদলানো হয়নি দীর্ঘক্ষণ৷ এছাড়া রেগুলার যে ওষুধ তিনি খান তাও তাঁকে খেতে দেওয়া হয়নি৷
রাতে কর্তব্যরত প্রাইভেট অ্যাটেনডেন্ট চন্দন মজুরির পাশাপাশি বাড়তি টাকাও দাবি করেন৷ সকালে কর্তব্যরত সিস্টার টুম্পা দাসকে অভিযোগ জানানো সত্ত্বেও তিনি বিশেষ গুরুত্ব দেননি বলে শুভঙ্করবাবুর অভিযোগ৷ বি আর সিং-এর মতো রেলের গুরুত্বপূর্ণ হাসপাতালে এখন চিকিৎসার এই হাল নিয়ে বিস্তর অভিযোগ করেন অন্য রোগীর আত্মীয়রাও৷ তাঁদের কথায়, অভিযোগ তুললেই রোগীর প্রতি চাপ ও রেলকর্মীকে চূড়ান্ত হেনস্তা করা হয়৷ এদিনের এই অভিযোগ সম্পর্কে মুখ খুলতে চাননি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর৷ তিনি বলেন, ”আমি ছুটিতে৷ বিস্তারিতভাবে খোঁজ নিয়ে তবেই জানাব কী হয়েছে৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ