Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানের বিরুদ্ধে ভারত-মার্কিন মহাজোট চান বালুচ নেতারা

বালুচিস্তানের পাশে দাঁড়ানোয় মোদিকে ধন্যবাদ বালুচ আন্দোলনকারীদের৷

Baloch nation hopes that the United States and Europe will join Prime Minister Modi and hold Pakistan accountable for the crimes against humanity
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 2:53 pm
  • Updated:August 16, 2016 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির ভাষণে উদ্বুদ্ধ বালুচ আন্দোলনের শীর্ষ নেতারা এখন চাইছেন পাক দমন নীতির বিরুদ্ধে তাদের পাশে দাঁড়াক আমেরিকা ও ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলি৷

বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান খলিল বালুচ মঙ্গলবার বলেন, “পাকিস্তান সাম্প্রদায়িক সন্ত্রাসবাদে মদত দিচ্ছে৷ বালুচিস্তান, গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষ চায়, পাক সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে এসে দাঁড়াক আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি৷” দীর্ঘদিন ধরে বালুচ আন্দোলনকারীদের দাবি, বালুচিস্তান পাকিস্তানের অংশ নয়৷ পাকিস্তান জোর করে বালুচিস্তান দখল করে রেখেছে৷ পাকিস্তান হিংসা ও প্রতারণার উপর ভিত্তি করে বালুচিস্তান দখল করে রেখেছে৷ সোমবার মোদির ভাষণের পর থেকে পাক অধিকৃত কাশ্মীরের মানুষের দাবি, পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানের মানুষদের রক্ষা করুক ভারত৷ ঠিক যেভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল৷

Advertisement

সোমবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তব্য পেশ করতে গিয়ে মোদি সরাসরি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে বলেন পাকিস্তানকে৷ একই সঙ্গে ইসলামাবাদের উপর পাল্টা চাপ তৈরি করতে টেনে আনেন বালুচিস্তান, গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ৷ প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েকদিন ধরে বালুচিস্তান, গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন যেভাবে আমাকে ধন্যবাদ জানাচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ৷ সারা দুনিয়া দেখছে কীভাবে পাক প্রশাসন ওই সমস্ত এলাকার মানুষের উপর দমন-পীড়ন চালাচ্ছে৷ অবিলম্বে পাকিস্তানকে এর জবাব দিতে হবে৷ পাকিস্তান যেভাবে প্রকাশ্যে সন্ত্রাসবাদে মদত জোগাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়৷ পাকিস্তানের উচিত অবিলম্বে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করা৷” প্রধানমন্ত্রী গতকালই বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে এলে পাল্টা বালুচ তাস খেলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে অস্বস্তিতে ফেলতে দু’বার ভাববে না নয়াদিল্লি!

Advertisement

মোদির এই বক্তব্যের পরই বালুচ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ব্রাহুমদাঘ বুগতি একটি ভিডিও বার্তায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন৷ বালুচ আন্দোলনের জন্মলগ্নে পাক সেনার হাতে নিহত নবাব আকবর বুগতির নাতি আশা প্রকাশ করেছেন, ভারত সরকার ও ভারতীয় সংবাদমাধ্যমও পাক দমন নীতির সমালোচনা করবে৷ তিনি জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে চূড়ান্ত দমনপীড়ন চালাচ্ছে ইসলামাবাদ৷ তিনি আরও বলেন, “পাঠানকোট ও মুম্বইতে জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে৷ গোটা দুনিয়া সে কথা জানে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ