Advertisement
Advertisement

Breaking News

৫১৫ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় গ্রেপ্তার কৌস্তুভ রায়, শিবাজি পাঁজা

তদন্তে অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার।

Bank fraud accused Shibaji Panja, Kaustuv Ray arrested by CBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2018 6:08 pm
  • Updated:August 23, 2019 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক প্রতারণা মামলায় আরপি গ্রুপের কর্ণধার শিবাজি পাঁজা ও কৌস্তুভ রায়কে গ্রেপ্তার করল সিবিআই। এর আগেও এই মামলায় একাধিকবার তাঁদের ডাক পড়ে। তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

 দলে আরও কোণঠাসা? পঞ্চায়েত ভোটে শোভনকে দায়িত্ব থেকে অব্যাহতি ]

Advertisement

আরপি ইনফোসিস্টেম নামে একটি কোম্পানি খুলে চিরাগ ব্র্যান্ডকে সামনে রেখে বিভিন্ন  ব্যাংক থেকে লোন নেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। সেই ঋণ নেওয়ার জন্য জাল নথি জমা দিয়েছেন বলেই জানাচ্ছেন গোয়েন্দারা। পুরো বিষয়টি পরিষ্কার করতে বারবার সংস্থার দুই শীর্ষ কর্তাকে ডাক পাঠায় সিবিআই। তাঁদের একাধিকবার জেরা করা হয়। কিন্তু গোয়েন্দাদের বক্তব্য, ক্রমাগত তথ্য গোপন করে যাচ্ছেন দু’জনে। মুখোমুখি বসিয়েও তাঁদের জেরা করা হয়। কিন্তু তাতেও সঠিক তথ্য উঠে আসেনি।  অনেক প্রশ্নেরই সদুত্তর দেননি দুই কর্তা। গোয়েন্দাদের মতে, ব্যাংক প্রতারণা করার জন্যই পুরো পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ক্রমাগত তথ্য গোপন করে গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তৃতীয়বারের জিজ্ঞাসাবাদেও কোনও সদুত্তর না মেলায় তাঁদের গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। রিমান্ডে নিয়ে তাঁদের শুক্রবার কোর্টে পেশ করতে চাইছে সিবিআই। তারপরই পুরো প্রতারণা চক্রের হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা। কেন জাল নথি তৈরি করা হল, এত টাকা ঋণ নেওয়ার পিছনে ঠিক কী কারণ তা বুঝতে চাইছেন গোয়েন্দারা। পাশাপাশি সংস্থার কর্তা হিসেবে আরও দু’জনের নাম জড়িত। তাঁদেরও নাগাল পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Advertisement

[  মন্দিরের কুয়ো থেকে উদ্ধার বস্তাবন্দি হাজার খানেক আধার কার্ড ]

বছর তিনেক আগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী শিবাজী পাঁজা। তাঁর বিরুদ্ধে অনৈতিক ব্যবসায়িক লেনদেনের অভিযোগ ছিল। সেবার জামিনে মুক্ত পান ব্যবসায়ী। তবে নীরব মোদি কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই গোয়েন্দাদের ব়্যাডারে ছিলেন তিনি। ঋণখেলাপি বিষয়ক বিভিন্ন মামলার জাল গোটাতে থাকে সিবিআই। সেই সূত্রেই আরপি গ্রুপের দুই কর্ণধারকে ডেকে ফের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুই দফা জিজ্ঞাসবাদেও তাঁদের থেকে কোনও সহযোগিতা না পেয়েই চমরম সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ