Advertisement
Advertisement

Breaking News

বুরহান, হাফিজদের পাশে জায়গা করে নিলেন কেজরি!

পোস্টারের মাধ্যমে কেজরিওয়ালকে যে সরাসরি পাকিস্তানের সাগরেদ এবং দেশদ্রোহী বলা হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷

Banners show Kejriwal with Burhan Wani, Hafiz Saeed, Osama
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 3:59 pm
  • Updated:August 12, 2021 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাকিস্তানি জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ গত কয়েকদিনে গোটা গুজরাত ‘পাকিস্তানি হিরো’-র পোস্টারে প্রায় ছেয়ে গিয়েছে৷ কে নেই সেই পোস্টারে? ওসামা-বিন-লাদেন থেকে শুরু করে, বুরহান ওয়ানি, হাফিজ সইদ প্রত্যেকেই রয়েছে সেই পোস্টারে৷ কিন্তু সেই পোস্টারে খুব আশ্চর্য ভাবেই বুরহান ওয়ানির পাশে জায়গা করে নিয়েছেন কেজরি৷ এই পোস্টারের মাধ্যমে কেজরিওয়ালকে যে সরাসরি পাকিস্তানের সাগরেদ এবং দেশদ্রোহী বলা হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও, এই পোস্টার প্রচারের পিছনে কোন রাজনৈতিক দল রয়েছে, তা জানা যায়নি৷ যদিও আম আদমি পার্টির অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে৷ আপ নেতা যোগেশ জাদবানি বলেছেন, “অদূর ভবিষ্যতে কেজরিওয়াল গুজরাতে সভা করতে আসবেন৷ আর সেই সভা বানচাল করতেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে বিজেপি’র তরফে৷”

Advertisement

যদিও বিজেপি’র তরফ থেকে এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ দলের তরফে বলা হয়েছে, অন্য কোনও রাজনৈতিক ব্যাক্তিত্বকে আক্রমণ করার বিরুদ্ধে বিজেপি বরাবর সরব হয়েছে এবং দলের কর্মীদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে৷

Advertisement

প্রসঙ্গত, ২০১৭ সালে গুজরাতে হবে বিধানসভা নির্বাচন৷ আর সেই জন্যই আম আদমি পার্টি সেখানে নিজেদের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধির চেষ্টা শুরু করেছিল৷ জানা গিয়েছে, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কেজরির দলিতদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল৷ কিন্তু তার আগেই গুজরাত জুড়ে এই পোস্টার ছড়িয়ে যাওয়ায় রাজনৈতিকভাবে ক্ষতি হল আম আদমি পার্টির৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ