Advertisement
Advertisement

Breaking News

প্রশিক্ষিত কর্মীর খোঁজে শুরু বিজেপির কর্মশালা

রাজ্যে আরও প্রশিক্ষিত নেতা-কর্মী চায় বিজেপি৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 8:55 am
  • Updated:August 26, 2016 8:55 am

স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আরও প্রশিক্ষিত নেতা-কর্মী চায় বিজেপি৷ সেই লক্ষ্যে জেলাস্তর থেকে শুরু হয়েছিল প্রশিক্ষণ কর্মশালা৷ জেলাস্তরে কর্মশালা শেষের পর আজ শুক্রবার থেকে হলদিয়ায় শুরু হচ্ছে রাজ্য নেতাদের প্রশিক্ষণ৷ রাজ্যের এই প্রশিক্ষণ শিবিরে আড়াইশোর উপর নেতৃত্ব উপস্থিত থাকবেন৷ ১৭টি বিষয়ের উপর তাদের প্রশিক্ষিত করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ উপস্থিত থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুরলীধরন, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, সিদ্ধার্থনাথ সিং, শিবপ্রকাশ-রা৷

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চারদিন রাজ্য বিজেপির এই প্রশিক্ষণ শিবির চলবে৷ দলের নেতৃত্ব অর্থাত্‍ কার্যকর্তাদের বিকাশ, কেন্দ্রীয় সরকারের সাফল্য, বিভিন্ন প্রকল্প, রাজ্যে অনুপ্রবেশ, বাংলাতে বিরোধী হিসাবে আগামীদিনে বিজেপির ভূমিকা কী হবে–এই সমস্ত বিষয়ের উপর কেন্দ্রীয় নেতৃত্ব যেমন ক্লাস নেবেন, পাশাপাশি সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, একাত্ম মানববাদ ইত্যাদি বিষয়ের উপর আলোচনা চলবে৷ এছাড়াও, প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যে দলের সংগঠন নিয়েও একাধিক বৈঠক হবে৷ সেখানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্যের শীর্ষ নেতারা থাকবেন৷ গত ২৩ আগস্ট দিল্লিতে সব রাজ্যের কোর গ্রুপের নেতাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ শীর্ষ নেতারা৷ সূত্রের খবর, দল ক্ষমতায় থাকলে পার্টির মধ্যে অনেক বেনোজল ঢুকে যাওয়াটাই স্বাভাবিক৷ তাই দলের সর্বস্তরের নেতাদের সমস্ত দিক দিয়ে প্রশিক্ষিত করে তোলার প্রক্রিয়া লাগাতারভাবে চালাতেই হবে৷ এমনটাই ওই বৈঠকে বলেছিলেন অমিত শাহ৷

Advertisement

একইসঙ্গে আগামী দু’মাসের মধ্যে সমস্ত রাজ্যে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ প্রতি রাজ্যে যেমন আধুনিকমানের রাজ্য পার্টি অফিস করতে হবে, পাশাপাশি প্রতি জেলাতেও স্থায়ী পার্টি অফিস চাই বলে জানিয়ে দিয়েছেন শাহ৷ এই সমস্ত কাজের অগ্রগতি বিভিন্ন রাজ্যে গিয়ে সরেজমিনে দেখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এদিকে, আজ হলদিয়ায় রাজ্য বিজেপির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানিয়েছেন, প্রশিক্ষণ কর্মশালার ফাঁকেই রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে৷ প্রশিক্ষণ শিবিরে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা ছাড়াও থাকবেন দলের জেলা সভাপতিরা এবং বিভিন্ন মোর্চা ও সেলের শীর্ষ নেতারা৷ জানা গিয়েছে, সাংগঠনিক বৈঠকে দলের আগামী কর্মসূচি নিয়েও আলোচনা হবে৷ এছাড়াও আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ