Advertisement
Advertisement

মৃত সরকারি কর্মীর সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না: সুপ্রিম কোর্ট

ভারতীয় সংবিধানে মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনও আইনি নির্দেশ নেই৷

Can't attach assets of dead govt servant, says supreme court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 6:09 pm
  • Updated:July 6, 2016 6:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামলা চলাকালীন মৃত্যু হলে কোনও সরকারি কর্মচারীর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না৷ সোমবার এ কথা জানাল সুপ্রিম কোর্ট৷

অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট পূর্ণ ন্যায়বিচারের জন্য সরকারি কর্মচারীর মৃত্যুর পর তাঁর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল৷ সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে বিচারপতি এস এ বোড়ে ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ জানাল, “কোনও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানো যাবে না৷”

Advertisement

রামাচন্দ্রাইয়াহ নামে এক সরকারি কর্মচারীর মৃত্যুর দু’বছর পর তাঁর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬,৫৭,৩৫৫ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল অন্ধ্র হাই কোর্ট৷ ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের সমালোচনা করে জানিয়েছে, ভারতীয় সংবিধানে মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনও আইনি নির্দেশ নেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ