Advertisement
Advertisement

Breaking News

মোহনবাগানের বিজয়রথ থামিয়ে দিল পিয়ারলেস

পিয়ারলেসের অখ্যাত ফুটবলারদের কাছে আত্মসমর্পণ করল বাগানের ফরওয়ার্ড লাইন৷

CFL 2016: Peerless stops Mohunbagan's winning streak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 8:58 pm
  • Updated:August 5, 2019 2:51 pm

মোহনবাগান- ০

পিয়ারলেস- ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিভেজা মাঠে কাদায় গড়াগড়ি, অজস্র ভুল পাস এবং ম্যাড়মেড়ে খেলা ছাড়া কিছুই পাওয়া গেল না মোহনবাগান বনাম পিয়ারলেসের ম্যাচে৷

Advertisement

সোমবার ঘরের মাঠে বিশ্রীভাবে পিয়ারলেসের কাছে আটকে গেল মোহনবাগান৷ দু’পক্ষের খেলাতেই একটা গা-ছাড়া ভাব চোখে পড়ল৷ ডাফি, প্রবীররা শুধু দৌড়োদৌড়িই করলেন, কিন্তু পুরো নব্বই মিনিট খেলেও গোল করতে পারলেন না৷ অন্যদিকে, প্রাক্তন বাগানি রহিম নবির নেতৃত্বে বেশ শক্তপোক্ত ডিফেন্সিভ ফুটবল খেলল পিয়ারলেস৷ দুই অর্ধ মিলিয়ে মোহনবাগান প্রচুর সুযোগ পেয়েছিল, কিন্তু একটিও দিনের শেষে কাজে লাগাতে পারল না৷ পিয়ারলেসের অখ্যাত ফুটবলারদের কাছে আত্মসমর্পণ করল বাগানের ফরওয়ার্ড লাইন৷ সমর্থকদের ম্যাড়মেড়ে খেলা উপহার দিলেন শরণ, রবিনসনরা৷ তুলনায় পিয়ারলেসের মাঝমাঠ বেশ সপ্রতিভ দেখাচ্ছিল একটা সময়৷ ভাল ফরওয়ার্ড থাকলে আজ ম্যাচ পিয়ারলেসের পক্ষেও যেতে পারত৷ তার জন্য অবশ্য প্রশংসা প্রাপ্য বাগান গোলকিপার অর্ণবের৷ বেশ কয়েকটি ভাল সেভ করেছেন তিনি৷

আজকের ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলকে টপকে যেত শঙ্করলাল চক্রবর্তীর দল৷ কিন্তু পিয়ারলেসকে বড্ড হালকাভাবে নেওয়ার খেসারত দিতে হল বাগানকে৷ ড্র দিয়েই খুশি থাকতে হল তাদের৷ দ্বিতীয়ার্ধে ড্যানিয়েলকে নামিয়ে আক্রমণে ঝাঁজ বাড়াতে চেয়েছিলেন কোচ শঙ্করলাল৷ কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ময়দানে বেশি পরিচিত ড্যানিয়েলকে তিনি উপরে খেলাতে চেয়েছিলেন৷ কিন্তু পজিশন নিয়ে বেশ দ্বন্দ্বে ছিলেন ড্যানিয়েল৷ কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না৷ খেলার ফলাফল ০-০৷ পয়েন্ট নষ্টের খেসারত দিয়ে সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে দুই পয়েন্ট পিছনে বাগান৷ লিগ তালিকায় শীর্ষেই থেকে গেল ইস্টবেঙ্গল৷ মোহনবাগান দুইয়ে৷ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মহামেডান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ