Advertisement
Advertisement

Breaking News

শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর

বর্ষার জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক পাঁচ বছরের শিশু৷

Child died by electric shock
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 7:32 pm
  • Updated:August 11, 2016 7:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অতিরিক্ত বৃষ্টির জেরে মর্মান্তিক ঘটনা ঘটল কলকাতায়৷ বর্ষার জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক পাঁচ বছরের শিশু৷ জানা গিয়েছে, শিশুটির নাম সুহানা খাতুন৷ বৃহস্পতিবার কড়েয়া থানা এলাকার মসজিদবাড়ি লেনে ঘটনাটি ঘটে৷ গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল৷ আর সেখানেই হুকিংয়ের তার ঝুলেছিল জলে৷ সেই তার থেকেই তড়িদাহত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

গত কয়েকদিন আগে এই একইভাবে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল ভবানীপুরের এক কিশোরের৷ গত সোমবার টিউশন ক্লাস থেকে ফেরার পথে ১৪ বছরের যশ বেঙ্গানি রাস্তার বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়৷ এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আবার একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল সুহানা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ