Advertisement
Advertisement

উত্তরাখণ্ডে চিনা ফৌজের অনুপ্রবেশ, সতর্ক প্রশাসন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সীমান্ত পেরিয়ে চিনা সেনার অনুপ্রবেশ আর কোনও কানাঘুষো নয়৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানালেন ১৯ জুলাই সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ করেছিল লাল ফৌজ৷ Advertisement এনএসজি-তে ভারতের প্রবেশ নিয়ে ক্রমাগত বিরোধিতা করেছিল চিন৷ পাকিস্তানকে একরকম প্রশ্রয়ই দিয়েছিল সে দেশ৷ শেষমেশ চিনের বিরোধিতাতেই এলিট পরমাণু ক্লাবে প্রবেশ করতে পারেনি ভারত৷ তারপর থেকেই দুই […]

Chinese Incursion In Uttarakhand,confirms CM Harish Rawat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 6:06 pm
  • Updated:July 27, 2016 6:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সীমান্ত পেরিয়ে চিনা সেনার অনুপ্রবেশ আর কোনও কানাঘুষো নয়৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানালেন ১৯ জুলাই সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ করেছিল লাল ফৌজ৷

এনএসজি-তে ভারতের প্রবেশ নিয়ে ক্রমাগত বিরোধিতা করেছিল চিন৷ পাকিস্তানকে একরকম প্রশ্রয়ই দিয়েছিল সে দেশ৷ শেষমেশ চিনের বিরোধিতাতেই এলিট পরমাণু ক্লাবে প্রবেশ করতে পারেনি ভারত৷ তারপর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছে৷ দু-দেশের কূটনৈতিকরা মুখে সৌহার্দের পরিবেশ বজায় রাখলেও বাস্তব কিন্তু বারবার তুলে ধরছিল অন্য ছবি৷ আর আগেও অরুণাচল সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে সতর্ক হয়েছিল প্রশাসন৷ যদিও চিন সে অভিযোগ অস্বীকার করেছিল৷ এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিজেই জানালেন ১৯ জুলাই চিনা ফৌজ ভারতে প্রবেশ করেছিল৷ যদিও সে অনুপ্রবেশের দরুণ নাশকতা মূলক কোনও কাজ করতে সক্ষম হয়নি চিনা সেনা৷ চিনের সঙ্গে উত্তরাখণ্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৩৫০ কিমি৷ এই সীমান্ত বরাবরই চিনা হানায় উত্তেজনাপ্রবণ৷ এর আগেও চিনা ফৌজ এই প্রচেষ্টা চালিয়েছে বলে জানা যাচ্ছে৷

Advertisement

পাকিস্তানকে যুদ্ধাস্ত্র সরবরাহ করছে চিন, এমন সন্দেহ এর আগে দানা বেঁধেছিল৷ ভারতীয় গোয়েন্দারা এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রককে সতর্ক করেছিল৷ যদিও উত্তরাখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভারতের সঙ্গে সৌভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে নারাজ চিন৷ কেন্দ্র সরকার যে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই আশা প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ