Advertisement
Advertisement

মানসের পিএসি পদ নিয়ে জট অব্যাহত

এখনই পদ ছাড়ছেন না মানস৷

Congress MLA Manas Bhunia's fate as PAC chairman still unclear
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 12:58 pm
  • Updated:August 11, 2016 12:58 pm

দেবশ্রী সিনহা: মানস ভুঁইয়ার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের পদ ছাড়া নিয়ে জটিলতা অব্যাহত রইল৷

বুধবার ২৪ আকবর রোডে বৈঠকের পরও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি এআইসিসি৷ কার্যত, পিএসি পদ নিয়ে আবার বল ঠেলা হল হাইকমান্ডের কোর্টেই৷ মানস ভুঁইয়াকে সাফ জানিয়ে দেওয়া হল, তাঁকে শো-কজ করা হয়েছিল হাইকমান্ডের নির্দেশে৷ তাই তিনি হাইকমান্ডের কাছেই এই পদে থাকার যুক্তি দিয়ে যেন চিঠি লেখেন৷ তারপর হাইকমান্ডের ইচ্ছের উপরই সবকিছু নির্ভর করছে৷

Advertisement

বুধবার পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কংগ্রেসের সি পি যোশীর নেতৃত্বে পিএসি পদে মানসের অবস্থান নিয়ে দিল্লিতে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও স্বয়ং মানস৷ বৈঠক শেষে মানস দাবি করেন, তিনি এই পদ এখন ছাড়ছেন না৷ তিনি বলেন, “আমার অবস্থান কোনও নতুন নয়৷ আমি আগেই সি পি যোশীকে বিস্তারিত ভাবে জানিয়েছি৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ