Advertisement
Advertisement

Breaking News

ফের দার্জিলিংয়ে ধস, মৃত একই পরিবারের ৩

মৃতদের মধ্যে এক আট বছরের এক শিশুও রয়েছে৷

Darjeeling landslide: Three people dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 3:45 pm
  • Updated:July 20, 2016 3:45 pm

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে ফের ধস নেমেছে পাহাড়ে৷ ধসের কারণে পাহাড় থেকে আছড়ে পড়া পাথর চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের৷ বুধবার ভোরে এই ঘটনা ঘটে দার্জিলিংয়ের লোধোমা ২ নম্বর পঞ্চায়েত এলাকায়৷

রাত থেকে প্রবল বর্ষণ চলছিল পাহাড়ের বিভিন্ন এলাকায়৷ গভীর রাতে হঠাৎ ধস নামে৷ তা প্রবল বেগে এসে পড়ে এক বাড়ির উপরে৷ কার্যত ধ্বংস হয়ে যায় গোটা বাড়ি৷ দার্জিলিংয়ের রিম্বিক লোদামায় বুধবারের ধসের জেরে মনকুমার লিম্বু (৩৩), প্রেমকিত লিম্বু (২৫) ও অনীশ লিম্বু (৮)-এর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব৷

Advertisement

মর্মান্তিক এই ঘটনায় দার্জিলিংবাসীর মনে ফিরে এসেছে এক বছর আগের ভয়াবহ ধসের স্মৃতি৷ গত বছর বর্ষায় ধসের জেরে দার্জিলিং পাহাড়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়৷ তবে এবারে ধস মোকাবিলায় আগাম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ বৃহস্পতিবার পাহাড়ে পৌঁছচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ৷ ধস মোকাবিলায় প্রশিক্ষণ দেবে তাঁরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ