Advertisement
Advertisement

Breaking News

কাজ ফাঁকি দিয়ে সিনেমায় চোখ, বরখাস্ত হাসপাতাল কর্মী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সময়ই মশগুল ছিলেন সিনেমা দেখায়৷ হাতেনাতে ধরা পড়লেন একেবারে খোদ উপ মুখ্যমন্ত্রীর কাছে৷ কালবিলম্ব না করে ওই হাসপাতাল কর্মীকে বরখাস্ত করলেন তিনি৷ Advertisement সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ৷ তা যে এমনি এমনি নয় তা চাক্ষুষ করলোন খোদ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া৷ মূলত, সরকারি হাসপাতালের অবস্থার খোঁজ করতেই তিনি […]

Delhi Deputy CM fires a government hospital staff for watching movie on duty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 3:00 pm
  • Updated:August 19, 2016 3:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সময়ই মশগুল ছিলেন সিনেমা দেখায়৷ হাতেনাতে ধরা পড়লেন একেবারে খোদ উপ মুখ্যমন্ত্রীর কাছে৷ কালবিলম্ব না করে ওই হাসপাতাল কর্মীকে বরখাস্ত করলেন তিনি৷

সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ৷ তা যে এমনি এমনি নয় তা চাক্ষুষ করলোন খোদ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া৷ মূলত, সরকারি হাসপাতালের অবস্থার খোঁজ করতেই তিনি বেরিয়েছিলেন সারপ্রাইজ ভিজিটে৷ গিয়ে নিজেই একরকম চমকে গেলেন৷ একটি ঘরের বাইরে তখন রোগীদের লম্বা লাইন৷ কেন লাইন কমছে না, দেখতে গিয়ে ভিতরে ঢুকে দেখেন হাসপাতাল কর্মী তখন সিনেমা দেখায় মশগুল৷ এতটাই মগ্ন তিনি যে, ঘরে মন্ত্রী ঢুকেছেন তা খেয়ালও করেননি৷ কর্মীটির চমক ভাঙে যখন তাঁর কাঁধে হাত রেখেছেন উপ মুখ্যমন্ত্রী স্বয়ং৷ এরপরই ক্ষুব্ধ মনীশ বরখাস্ত করেন ওই কর্মীকে৷

Advertisement

আপেরই এক সদস্য পুরো ঘটনাটি ভিডিও করেন৷ ইন্টারনেটে সেটি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে যায়৷ জানা গিয়েছে, কর্মীটি বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু কোনও ফল হয়নি৷ সরকারি হাসপাতালের হাল ফেরাতে কঠোর দিল্লির উপ মুখ্যমন্ত্রী৷ তবে এ তো একটা হাসপাতালের ঘটনা৷ বাকি হাসপাতালের অবস্থাও যে এরকমই তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে৷ আর সেখানে কী ব্যবস্থা নেওয়া হবে, কীভাবে ফিরবে হাসপাতালের হাল, সে প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ