Advertisement
Advertisement

Breaking News

কাঁথিতে রাম নবমীর মিছিলে নাম সংকীর্তন জেলা সভাধিপতি মধুরিমার, দেখুন ভিডিও

নন্দীগ্রামে রাম নবমীর অনুষ্ঠানে শামিল মন্ত্রী শুভেন্দু অধিকারী।

East Midnapore: Zilla sovadhipati sings in Ram Nabami Rally in contai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2018 2:44 pm
  • Updated:July 25, 2019 3:52 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: রাম নবমীতে কৃষ্ণের ভজনা। রীতিমতো মাইক নিয়ে নাম সংকীর্তন করলেন তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি মধুরিমা মণ্ডল। রবিবার সকালে এমনই দৃশ্য দেখা গেল কাঁথিতে। এদিন তমলুকেও রাম নবমী পালন করে শাসকদল। নন্দীগ্রামে জানকীনাথে মন্দিরে রাম নবমীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক মন্ত্রী শুভেন্দু অধিকারী।

WhatsApp Image 2018-03-25 at 2.04.10 PM

Advertisement

[বাসন্তী পুজোর বোধনের দিন কাঁথিতে বিজেপির অস্ত্র মিছিলে হাঙ্গামা, দেখুন ভিডিও

Advertisement

পঞ্চায়েত ভোটের মুখে সংগঠন মজবুত বিজেপির হাতিয়ার রামনবমী। মুখ্যমন্ত্রীর বার্তা উপেক্ষা করে এ রাজ্যে অস্ত্র মিছিল করতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। তারই পালটা হিসেবে পথে নেমেছেন তৃণমূলের কর্ম-সমর্থকরাও। রবিবার পূর্ব মেদিনীপুরে কাঁথিতে বিজেপির কায়দায় মাথায় ‘জয় শ্রী রাম’ লেখা ফেট্টি বেঁধে মিছিল করলেন তাঁরা। দলের পতাকা না থাকলেও, মিছিল শামিল হয়েছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক রণজিৎ মণ্ডল, বনশ্রী মাইতি, কাঁথির পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী-সহ শাসকদলের সমস্ত জনপ্রিতিনিধিরা। সকলের মাথায় ছিল ‘জয় শ্রী রাম’ লেখা নীল রঙের ফেট্টি। এদিন কাঁথি পুরসভার ডরমেটরি মাঠ থেকে মিছিল করে গোটা শহর পরিক্রমার করে শাসকদলের কর্মী-সমর্থকরা। সেই মিছিলেই গান গাইলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। মিছিল হাঁটতে হাঁটতেই মাইক হাতে নাম সংকীর্তন করলেন তিনি। গানের তালে তালে কোমর দোলাতে দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদেরও। তবে শুধু কাঁথিতেই নয়, তমলুক, নন্দীগ্রাম-সহ জেলার বিভিন্ন প্রান্তে রাম নবমী পালন করেছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে জানকীনাথ মন্দির রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

WhatsApp Image 2018-03-25 at 2.04.07 PM

[পুলিশ মিছিল আটকালে লঙ্কাকাণ্ড হবে, রাম নবমীতে হুঙ্কার দিলীপ ঘোষের]

পুরাণ মতে, বাসন্তী পুজোর নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম। তাই ওইদিনটিকে রাম নবমী হিসেবেও পালন করা হয়। কাঁথি শহরে অবশ্য রাম নবমীর আগেই অস্ত্র নিয়ে রাস্তা নেমেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার, বাসন্তী পুজো বোধনের দিন, কাঁথি শহরে অস্ত্র মিছিল করেছিলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। অশান্তি এড়াতে শহরের চারপাশে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ।

দেখুন ভিডিও:

[ভরসন্ধেয় এলোপাথারি গুলি চলল কালনায়, খুন পঞ্চায়েত প্রধান-সহ ২]

ছবি ও ভিডিও- প্রতিবেদক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ