Advertisement
Advertisement

ইউরোর শেষ চারে আজ দ্বিধাবিভক্ত রিয়াল

'টিমম্যান' নাকি 'কোহিনুর'৷ ইউরোর শেষ চারের লড়াইয়ে কোন তারা বেশি উজ্জ্বল হবে লিয়ঁতে? প্রহর গুণতে শুরু করে দিয়েছে বিশ্ববাসী৷ সবচেয়ে বেশি চাপে রয়েছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা৷

euro-2016-portugal-vs-wales-semifinal-preview
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 12:50 pm
  • Updated:July 6, 2016 12:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গা থেকে অহংকারের গন্ধ বেরোয়৷ ক্যামেরা দেখলে তাঁর শরীরী ভাষা বদলে যায়৷ রোনাল্ডো স্বার্থপর৷ রোনাল্ডো দল বেঁধে কিছু করেন না৷ রোনাল্ডোর সব ব্যাপারেই ‘আমি’ ব্যাপারটা বাধ্যতামূলক৷ রাজত্ব তাঁর, রাজাও তিনি৷ প্রতিটা সমালোচনা কখনও না কখনও রোনাল্ডোরও কান ছুঁয়ে যায় নিশ্চয়ই৷ নিজের এই ‘সেলফিশ’ ইমেজ বজায় রাখেন৷ হাঁটেন, চলেন, কথা বলেন এমনভাবে যাতে আরও বেশি করে বোঝা যায়, হ্যাঁ তিনিই এই ফুটবল বিশ্বের ‘কোহিনুর’৷ পর্তুগাল কোচ এই নিয়েই আলোচনা করছিলেন সাংবাদিকদের সঙ্গে৷

কাট টু, ওয়েলস শিবির৷ বড় ম্যাচের আগে দলে গ্যারেথ বেল যেন অনুপ্রেরণার আরেক নাম হয়ে উঠেছেন৷ কোচ বলছেন, এত অর্থের মালিক একজন কী করে এরকম মাটির কাছাকাছি থাকতে পারেন? কোচ কোলম্যান নাকি বেলের মতো মাটির কাছাকাছি মানুষ দেখেননি৷ ওয়েলসের অধিনায়ক অ্যাশলে উইলিয়ামসের কাছে, বেল মানে আদ্যন্ত টিমম্যান৷ বেল মানে ফুটবল ধর্মে দীক্ষা নিয়ে সংসারত্যাগী!

Advertisement

‘টিমম্যান’ নাকি ‘কোহিনুর’৷ ইউরোর শেষ চারের লড়াইয়ে কোন তারা বেশি উজ্জ্বল হবে লিয়ঁতে? প্রহর গুণতে শুরু করে দিয়েছে বিশ্ববাসী৷ সবচেয়ে বেশি চাপে রয়েছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা৷ ভেঙে যাওয়া রিয়ালে আজ কার পাশে দাঁড়াবেন তাঁরা? কার জন্য গলা ফাটাবেন? কার জয়ে উচ্ছ্বসিত হবেন?

Advertisement

সিআর সেভেন সম্পর্কে বলতে গিয়ে কোচ স্যান্টোস বলেন, “ও আর বেল দু’জন দুই মেরুর৷ তবে রোনাল্ডোর ব্যাপারে সবটা ঠিক নয়৷ ও কিন্তু টিমম্যান৷” তবে রোনাল্ডোকে নিয়ে সব মন্তব্য মেনে নিতে রাজি নন তিনি৷ কোচের সঙ্গে গলা মিলিয়েছেন শিষ্যরাও৷ তাঁদের মতে পর্তুগাল দলটাকে শরীর ধরলে সেই শরীরের আত্মা কিন্তু রোনাল্ডো৷ পর্তুগালের ফুটবলাররা রোনাল্ডোকে এখন যেন টিমম্যান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন৷ মিডফিল্ডার আন্দ্রে গোমেস বলছিলেন, “অধিনায়ক হিসাবে ও গোটা বিশ্বের কাছে উদাহরণ হতে পারে৷ জাতীয় দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে৷”

লা লিগায় ২১টি চেষ্টায় বেল হেড দিয়ে গোল করেছেন ন’টি৷ এরিয়াল বলে বেল কতটা ভয়ানক তা পর্তুগাল কোচ স্যান্টোস ভিডিও দেখে বুঝে নিয়েছেন৷ পর্তুগিজ কোচিং স্টাফরা নাকি গত ক’দিন শুধুই ওয়েলসের ম্যাচের ভিডিও দেখেছেন৷ বিপক্ষের এরিয়াল পাস সামলে দেওয়ার লোক অবশ্য স্যান্টোসের হাতে রয়েছে৷ গত ম্যাচগুলিতে সেই দায়িত্ব সামলেছেন রিকার্ডে কার্ভালহো, পেপের মতো ডিফেন্ডাররা৷ কারভালহো এই ম্যাচে খেলবেন না৷ তাঁর জায়গায় তাই দানিলোকে দলে নেওয়ার ছক কষেছেন কোচ৷ দানিলোর স্পট জাম্প ভাল৷

কেন বেলের হেড নিয়ে এত চাপে রয়েছে পর্তুগাল শিবির? কোনও কারণ তো নেই৷ তবে কোলম্যান অন্য ছক এঁকেছেন৷ তিনি চাইছেন, এই ম্যাচে বেলই ‘টার্গেট ম্যান’ হোন৷ পর্তুগালের রক্ষণের ফুটবলাররা বেলকে নিয়ে পড়ে থাকুন গোটা সময়টা৷ আসল কাজটা তাহলে অন্যদের পক্ষে করা সহজ হয়ে যাবে৷ লিয়ঁতে যাওয়ার আগে একাই প্র্যাকটিস সারলেন বেল৷ দলের বাকিদের থেকে কিছুটা আলাদা হয়ে৷ ফিটনেস নিয়ে পড়লেন বেশি করে৷ সাংবাদিক সম্মেলনে আগেই অবশ্য বলেছিলেন, “এত ম্যাচ খেলার পর পেশি শক্ত হওয়া স্বাভাবিক৷ সেটা কাটিয়ে উঠতে হবে৷” রোনাল্ডোর দেখা সবসময় না মিললেও বেল কিন্তু বেশিরভাগ সাংবাদিক সম্মেলনে আসেন৷ হাসেন, কথা বলেন, বাঁকা প্রশ্নে লজ্জাও পান৷ ঠিকই বলেছিলেন স্যান্টোস৷ দু’জন একেবারে দুই মেরুর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ