Advertisement
Advertisement

৪১ টিটিই’র বিরু‌দ্ধে এফআইআর সিবিআইয়ের

সাদার্ন রেলের পর একই ধরনের অপরাধের জাল বিস্তারিত হয়ে পড়ায় রাজ্যের একাধিক বড় রেল স্টেশনেও নজরে রাখছে সিবিআই বলে জানা গিয়েছে৷ যার মধ্যে হাওড়া ও শিয়ালদহ রয়েছে বলে জানা গিয়েছে৷

FIR against 41 Ticket Collectors by CBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 12:06 pm
  • Updated:July 14, 2016 12:06 pm

সুব্রত বিশ্বাস: অপরাধ, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিমূলক কাজ-সহ একাধিক ফৌজদারি মামলায় ৪১ জন টিকিট পরীক্ষকের বিরু‌দ্ধে এফআইআর করল সিবিআই৷ সিবিআই-এর দায়ের করা মামালায় রীতিমতো ঘুম ছুটেছে রেলের শ্রমিক ইউনিয়নের৷ রেলবোর্ড দক্ষিণ রেলের সিসিএমকে ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে৷

সাদার্ন রেলের পর একই ধরনের অপরাধের জাল বিস্তারিত হয়ে পড়ায় রাজ্যের একাধিক বড় রেল স্টেশনেও নজরে রাখছে সিবিআই বলে জানা গিয়েছে৷ যার মধ্যে হাওড়া ও শিয়ালদহ রয়েছে বলে জানা গিয়েছে৷ সম্প্রতি সিবিআই কোন অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করেছে তা তদন্তের স্বার্থে গোপন রেখেছে৷ তবে চেন্নাই ডিভিশনের যে ৪১ জন টিকিট পরীক্ষকের বিরুদ্ধে এই মামলা তা রেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে সিবিআই৷ ২০১৫ সালে দক্ষিণ রেলের চেন্নাই ও আশপাশের স্টেশনগুলিতে টিকিট পরীক্ষকরা ক্ষমতার অপব্যবহার করে৷ ওই সময় টিকিট পরীক্ষকদের পিরিওডিক্যাল ট্রান্সফার করা হয়৷ কিন্তু ওই ৪১ জন টিকিট পরীক্ষক স্থানীয় শ্রমিক ইউনিয়নের ক্ষমতা কাজে লাগিয়ে বদলি বাতিল করেন৷ এই সময় ওই ৪১ জন টিকিট পরীক্ষক ডিউটিতে অনুপস্থিত থাকা সত্ত্বেও বিনা টিকিটের যাত্রীদের ইএফটি ইস্যু করেন৷ যাতে মদত দিয়েছেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষকরা বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

এইসব টিকিট পরীক্ষককে যে সব মেল-এক্সপ্রেসে ডিউটি দেওয়া হয়েছিল, তাঁরা তা না মেনে চেন্নাই ও আশপাশের স্কোয়াডে সম্পূর্ণ বেআইনিভাবে টিকিট পরীক্ষকের কাজ করেন৷ বিনা টিকিটের জরিমানাও নেন৷ ইএফটি ইস্যু করেন৷ এই সব ইএফটির মধ্যে বহু ডুপ্লিকেটও রয়েছে, যা তদন্তে প্রমাণ পেয়েছে সিবিআই৷ সিবিআই-এর দায়ের করা এফআইআর প্রত্যাহারের জন্য এখন আদা-জল খেয়ে নেমে পড়েছে রেলের শ্রমিক ইউনিয়ন৷

Advertisement

দক্ষিণের এই বেআইনি পদক্ষেপ ভারতের সর্বত্র বলে জেনেছে সিবিআই৷ যার থেকে বাদ যায়নি হাওড়া, শিয়ালদহও৷ এই স্টেশনগুলিতে টিকিট পরীক্ষকরা (টিটিই) চেকিং-এর কাজ করলেও ইএফটি বিলে কালেকটিং-এর জায়গায় দূরের কোনও স্টেশনের নাম লিখে দিয়ে বেআইনিভাবে ‘ভাতা’ সংগ্রহ করেন বলে জানা গিয়েছে৷ এজন্য রেলের লক্ষ-লক্ষ টাকা গচ্চা গেলেও কর্তৃপক্ষ সব জেনেও নীরব থাকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ