Advertisement
Advertisement

Breaking News

কৃষ্ণাঙ্গ প্রশিক্ষককে গুলি ফ্লোরিডা পুলিশের

অটিস্টিক রোগীকে প্রশিক্ষণ দিতে রাস্তায় নিয়ে বেড়িয়ে ছিলেন চার্লস কিনসে৷

Florida Police Shoot Black Man With His Hands Up As He Tries To Help Autistic Patient
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 11:19 am
  • Updated:July 22, 2016 11:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটিস্টিক রোগীকে প্রশিক্ষণ দিতে রাস্তায় নিয়ে বেড়িয়ে ছিলেন কৃষ্ণাঙ্গ যুবক চার্লস কিনসে৷ রাস্তায় বসেই খেলনা গাড়ি নিয়ে খেলা করছিলেন৷ হঠাৎ শুনতে পেলেন ফ্লোরিডা পুলিশের সাবধানবাণী৷ পুলিশের নির্দেশমতো হাত উপরে তুলে রাস্তায় শুয়েও পড়েছিলেন চার্লস৷ বারবার বলছিলেন নিরাপরাধ তিনি৷ কিন্তু, কোনও কথায় আমল না দিয়ে সোজা তাঁর পা লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ফ্লোরিডা পুলিশ৷

এমনিতেই বেশ কয়েকদিন ধরে বর্ণবৈষম্য নিয়ে তোলপাড় আমেরিকা৷ এর মধ্যেই কৃষ্ণাঙ্গ যুবকের উপর এভাবে ফ্লোরিডা পুলিশের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে মুখর হয়েছেন মার্কিন মুলুকের বাসিন্দারা৷ আহত চার্লসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ তবে এখনও তাঁর উপরে পুলিশের এভাবে গুলি চালানোর কারণ খুঁজে পাচ্ছেন না চার্লস৷

Advertisement

উত্তর মায়ামির সহকারী পুলিশ প্রধান নিল কুয়েভাসের, কথায় পুলিশের কাছে খবর এসেছিল এক ব্যক্তি নিজেকে গুলি করে খতম করে দেওয়ার হুমকি দিয়েছে৷ সেই খবর পেয়েই বেরিয়েছিল পুলিশ৷ চার্লসের আচরণ দেখে তাঁদের সন্দেহ হয়৷ সেই কারণেই গুলি চালানো হয়েছে৷ কিন্তু, পুলিশের সাবধানবাণী শুনেই রাস্তায় শুয়ে হাত উপরে তুলে রেখেছিলেন চার্লস৷ নিজের অটিস্টিক সঙ্গীকেও তাই করতে বলেছিলেন৷ ঘটনাস্থলের ছবি অন্তত সেই দৃশ্যই তুলে ধরেছে৷ তার পরও কেন গুলি চালানো হল, সেই প্রশ্নের কোনও উত্তর দেওয়া হয়নি ফ্লোরিডা পুলিশের তরফ থেকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ